দোতারা বাজাই গ্রুপ খোলার পর থেকে প্রায় তিন চার মাস অনলাইনে বিভিন্ন ব্যাক্তিদের সাথে পরিচিত হচ্ছিলাম। তবে এই পরিচয়টাকে আরেকধাপ এগিয়ে নিতে সামনাসামনি কিছু করার তাগিদ অনুভব করছিলাম। তবে আমার ধারনা ছিল দোতারা নিয়ে কোন কিছু করার ডাক দিলে কেউ হয়ত আমাদেরকে রেসপন্স করবে না।
আমার ধারনাকে ভুল প্রমান করেছেন বেশ কয়েজন তার মধ্যে Robin Ziad ভাই অন্যতম। বাস্তবতা হল আমরা একটি দোতারা আড্ডা করার জন্য ঘোষণা দেই। তবে কনফিউশনের মধ্যেও ২০১৬ সালের ৫ আগস্ট সকাল বেলা চন্দ্রিমা উদ্যানে চলে যাই। সবচাইতে বড় চমক ছিল রবিন ভাই তার সহধর্মিনীকে নিয়ে উপস্থিত হয়ে যান আমাদের আড্ডায়।
এই দিন আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম মানুষ সত্যিই দোতারাকে ভালবাসে আর নিজের ব্যক্তিগত কাজ ফেলে দোতারার টানে যেখানে সেখানে ছুটে যেতে পারেন। তাহলে আর আমাদের এত ভাবনার কিছু নেই, আমরা নিশ্চিন্তে এগিয়ে যেতে পারি। রেসপন্স হিসেব করলে সংখ্যায় একদম কম কিন্তু ভালবাসায় সর্বোচ্চ।
সেই থেকে রবিন ভাই আমাদের দোতারা বাজাই এর আত্নার আত্নীয়। ভালবাসার মানুষ। রবিন ভাই আমাদেরকে ছেড়ে যাওয়ার চেস্টা করেছেন কিনা জানিনা, উনি শুধু ফোন ফেসবুকে পরামর্শ দিয়ে গেছেন বহুদিন। যা হোক রবিন ভাইকে ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়াটা কঠিন। দোতারা বাজাই এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে রবিন ভাইর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা।
রবিন ভাই আপনার ছায়াটা দোতারা বাজাই এর জন্য অনেক বেশী প্রয়োজন, আমার জন্য অনেকে বেশী প্রয়োজন। আমার মন খারাপের দিন গুলোতে আপনার ছোট ছোট উৎসাহ আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আপনার সুস্থতা কামনা করছি।
ধন্যবাদান্তে
ফয়সাল রুপম
কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।