অক্টোবর মাসের সেরা দোতারা বাদকদের তালিকা ২০২০

দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত লেখালেখি করেন কিংবা ভিডিও শেয়ার করেন তারাই দোতার বাজাই গ্রুপের প্রাণ। লেখালেখি কিংবা ভিডিও শেয়ার করার মাধ্যমে আমাদের জ্ঞানের আদান প্রদান হয়। লেখালেখি, ভিডিও এবং ছবি শেয়ারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং অনেকের সাথে পরিচিত হতে পারছি।
.
অক্টোবর মাসে আমরা যেসব পোস্টগুলো দেখেছি এর মধ্যে মোঃ সালমান রহমান পল্লব একজন দোতারা বাদকের ভিডিও শেয়ার করেছেন। এই পোস্টে তিনি একজন নারী দোতারা বাদকের বাজনা শেয়ার করেছেন যেটি আমাদের সকলের অনেক ভালো লেগেছে।
.
Soumendu Das আরেকজন দোতারা বাদকের ভিডিও শেয়ার করেন। আমরা এই দোতারা বাদককে আমাদের গ্রুপে দেখতে চাই এবং পরিচিত হতে চাই।

.
Fahima Ahmed Shifa নিজের বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন।এই বাজনাটি সবার খুব ভাল লেগেছে এবং সবাই অনেক উৎসাহ দিয়েছেন। সেই সাথে Tanzin Shahriar Dipto নিজের বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন যা আমাদের অনেক ভালো লেগেছে। Sumon Hossen ভাই দোতারার কিছু ছবি শেয়ার করেন।
.
দোতারা বাজাই গ্রুপের সকল সদস্যদের নিয়মিত পোস্ট, লাইক, কমেন্ট ইত্যাদি আমাদের সকলের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ । দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিন গুলোতে আরো এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।

.

আপনার পরিচিত দোতারা বাদক/কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন