পরামর্শক পরিষদ

দোতারা বাজাই মুলত একঝাক তরুণদের অংশগ্রহনে পরিচালিত হয়ে আসছে, তবে আমাদের কার্যক্রমে গতি আনা এবং যে কোন কাজে সার্বিক পরামর্শ নেয়ার জন্য রয়েছে পরামর্শক পরিষদ। পরামর্শক পরিষদের সদস্যরা আমাদের কার্যক্রম সমূহ পর্যবেক্ষন করে থাকেন, সম্ভাব্য টেকনিক্যাল সমস্যা সমাধানে সহযোগিতা করে থাকেন। এছাড়া যে কোন সাংস্কৃতিক কার্যক্রম সুন্দর ভাবে বাস্তবায়নে আর্থিক সক্ষমতা অর্জনে অগ্রগামী ভুমিকা পালন করে থাকেন। আমাদের শুভাকাংখিদের মধ্যে অন্যতম

১। জুনায়েদ আনোয়ার চয়ন, ফার্মাসিস্ট – ওয়ালমার্ট কানাডা।
২। তারিক আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার – ক্যাম্পলটাউন বাংলা স্কুল, সিডনি, অস্ট্রেলিয়া।
৩। মাসুদ আলম, কাউন্সেলর – বাংলাদেশ দুতাবাস, কাঠমুন্ডু, নেপাল।
৪। হাসনাত আনোয়ার, গীতিকার ও চেয়ারম্যান – কাকন ফকির ফাউন্ডেশন, যুক্তরাজ্য।
৫। ডা. আসাদ শামস, নির্বাহী পরিচালক – জন্মভুমি টিভি, অস্ট্রেলিয়া।
৬। সুলতান মাহমুদ, ফাইনানশিয়াল এডভাইজার – লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, বাংলাদেশ।

জুনায়েদ আনোয়ার চয়ন দোতারা বাজাই এর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম, তার উৎসাহে এবং অনুপ্রেরনায় দোতার বাজাইয়ের কার্যক্রম শুরু করা হয়। এছাড়া প্রথম দোতারা কর্মশালা উদযাপন করার ব্যাপারের তার উদ্যোগ প্রশংসনীয়। এছাড়া সামগ্রিক কার্যক্রম পরিচালনায় তার প্রত্যক্ষ অংশগ্রহন এবং দিক নির্দেশনা দোতারা বাজাইকে সমৃদ্ধ করছে। জুনায়েদ আনোয়ার চয়নের দুর্দান্ত এবং চমৎকার একটি সাক্ষাতকার জনাব শাহীন সালামের ইউটিউব চ্যানেলের সৌজন্যে।

অস্ট্রেলিয়া প্রবাসি তারিক আহমেদ দোতারা শেখার প্রাথমিক লেসন ভিডিও রেকর্ড করে ইউটিউবে উপস্থাপন করার মধ্যমে সবার মন জয় করেন। আজ থেকে ৫ বছর আগেও দোতারা নিয়ে অনলাইনে খুব একটা চর্চা ছিল না। ঠিক এমন একটি সময় একজন সৌখিন ব্যক্তি তার সীমিত জ্ঞানকে বোঝার উপযোগী করে উপস্থাপনার কৌশল সবাইকে মুগ্ধ করে। তাছাড়া ব্যক্তি জীবনে একজন সংস্কৃতি সচেতন মানুষ যার ব্যক্তিত্বের সরলতা দোতার বাজাইএর বন্ধুদের আগলে রেখেছে।

মাসুদ আলম একজন উচ্চপদস্থ সরকারী কর্মকতা, ব্যক্তি জীবনে আপাদমস্তক নিবেদিতপ্রান ও সাংস্কৃতিমনা মানুষ। প্রফেশনাল কাজের বাইরে যতটুকু অবসর পান সেই অবসরকে কাজে লাগিয়েছেন দোতারা শিখতে, বুঝতে এবং গবেষনা করতে। দোতারা বাজাই এর স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করছেন এবং দোতারা বাজাই কর্মশালা, প্রতিযোগিতা ও অন্যান্য কর্মসুচীতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দোতারায় দেশী বিদেশী ( হিন্দি গজল/ নেপালী লোকগান ) বিভিন্ন ধরনের গানে দোতারা ব্যবহার করে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন দোতারাকে।

একজন লেখক ও কবি হিসাবে সুপরিচিত । পত্র – পত্রিকায় কলাম নিবন্ধ ছড়া রম্যরচনা লিখে পাঠকনন্দিত । তাঁর রম্যরচনা – কাকন’স জার্নাল,পুথি – বিলাতনামা সুধীমহলে প্রশংসিত । একজন গীতিকার হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে । প্রকৃত নাম- হাসনাত মুহ: আনোয়ার অবশ্য কাকন ফকির নামেই গান লিখে থাকেন । তাঁর লেখা গানের বই কাকন ফকিরের গান পাঠক প্রিয়তা পেয়েছে। এছাড়া দোতারা বাজাইএর বিভিন্ন অনুষ্ঠানে তার দিকনির্দেশনা এবং অনুপ্রেরনা অনুষ্ঠান গুলোকে সাফল্যমন্ডিত করেছে।