দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ৷ জুলাই মাসে আমাদের অনেক নতুন সদস্যরাও ভালো ভালো পোস্ট শেয়ার করেছিলেন। আগস্ট মাসেও আমরা এমন অনেক সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাই।
আগস্ট মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে প্রশান্ত দাস অভি র দোতারায় ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ নামক একটি গান তারা বাবা এবং ছেলে গাইছেন। এটি অনেক সুন্দর মুহুর্ত। আশা করব তিনি আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/pWf88xk
Masud Alam ভাই তার দোতারায় ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ নামক গানটি আমাদের গেয়ে শোনান। তবলা ও ঘুংরো এর সমন্বয় তারা গাওয়া গানটিকে আরও আনন্দময় করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/BWf4gVQ
Rafiqul Dotara নিয়মিত আমাদের সাথে আনন্দদায়ক অনেক পোস্ট শেয়ার করে থাকেন। ইতোমধ্যে তিনি হাসন রাজার একটি গান ‘আগুন লাগাইয়া দিলো কনে’ দোতারায় বাজিয়ে শোনান। তার দোতারার বাজনা আমাদের অনেক ভালো লেগেছে। সেইসাথে সবাই তার অনেক প্রশংসা করেছেন।
লিংকঃ https://cutt.ly/EWf7Wa9
সাজিদা সোহা ‘পিন্দারে পলাশের বন’ নামক গান অসাধারণ ভাবে তার দোতারায় গেয়ে শোনান। এটি আমরা অনেক উপভোগ করেছি এবং সবাই তাকে অনেক শুভকামনা জানিয়েছেন।
লিংকঃ https://cutt.ly/tWhzi3J
Ariful Udoy ১১ আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে একটি দেশাত্মবোধক গান আমাদের বাজিয়ে শোনান। এটি সবাইকে মুগ্ধ করেছে। একটি অসাধারণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/9Wf4IBY
MD Roni ‘ও আমার দরদী আগে জানলে’ নামক গান দোতারায় বাজিয়ে শোনান যা আমরা সবাই অনেক উপভোগ করেছি। সবাই তাকে অনেক উৎসাহও জানিয়েছেন।
লিংকঃ https://cutt.ly/YWf7qLT
Sanjay Datta আমাদের হবিগঞ্জের বন্ধু। তিনি ‘মাটির খাচায় বসত করে সোনার ময়না পাখি’ নামক গান দোতারায় বাজিয়ে শোনান যা অনেক প্রশংসনীয়।
লিংকঃ https://cutt.ly/qWf5JYd
Md Iyakuf Rashed উকিল মুন্সীর রচিত একটি গান ‘আষাঢ় মাইস্যা ভাসা পানিরে’ তার দোতারায় অনেক সুন্দর ভাবে গেয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/bWf7l0a
Suman Kumar Nath তার দোতারায় ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ নামক একটি গান আমাদের বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/WWf59v4
Abdur Rashid দোতারা বাজাই গ্রুপে নিয়মিত অনেক তথ্যবহুল পোস্ট শেয়ার করে থাকেন। ইতোমধ্যে তিনি ‘ডাং ডারা ডা’ সম্বন্ধে একটি লেখনি আমাদের সাথে শেয়ার করেন।
লিংকঃ https://cutt.ly/uWf6uoW
জুলাই মাসে যারা আমাদের সাথে অনেক অনন্দময় ও তথ্যবহুল পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR