দোতারা বাজাই’র এর ভার্চুয়াল গুরু/পথ প্রদর্শক

দোতারা বাজাই যখন হাটি হাটি পাপা করে পথ চলা শুরু করে তখন আশে পাশে কাউকে পাইনি যার হাত ধরা যায়, যার উপর ভরসা করা যায়। যার কাছ থেকে একটু বুদ্ধি পরামর্শ পাওয়া যায়। সে বিষয়ে কিছুদিন আগেই একটি লেখা লিখেছিলাম। উপরের হ্যাশট্যাগ চাপ দিলেই পড়তে পারবেন। ঠিক এমন এক সময় আমাদের মধ্যে ভালবাসা আর দরদ নিয়ে হাজির হন নাইমুর রহমান সোহেল @Naimur Rahman, যিনি ব্যক্তিগত জীবনে মিউজিক নিয়ে পড়াশুনা করেছেন।
.
আমার যতদুর মনে পরে তিনি প্রথম দোতারার তাল কিংবা স্বরলিপি লিখে দোতারা বাজাই গ্রুপে পোস্ট দিয়েছেন। আপনারা যারা আমাদের গ্রুপ নিয়ে ঘাটাঘাটি করেছেন এবং আমাদের ডকুমেন্ট ফাইল গুলো পরেছেন তারা নাইমুর রহমান নামের সাথে পরিচিত থাকার কথা। ২০১৭ সালে আমাদের এডমিন মাসফিক সোয়াদ “দোতারা শেখার সংক্ষিপ্ত দিক নির্দেশনা” নামে একটি ডকুমেন্ট কম্পাইল করেন। সেখানে নাইমুর রহমানের বেশ কটি লেখা যুক্ত আছে।
.
মাসফিকের ডকুমেন্ট — https://cutt.ly/Rb26Xcy
.
নাইমুর ভাই ব্যক্তিগত জীবনে একটু চুপচাপ থাকতে পছন্দ করেন, বেশী হই চই রই রই, বেশী পাবলিসিটি পছন্দ করেন না। নিপাট ভদ্র ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। শিক্ষিত মানুষ তো বটেই। দোতারা বাজাই সত্যিকারের যেমন কন্ট্রিবিউশন প্রত্যাশা করে ঠিক তেমন মানুষ। নাইমুর ভাই আমাদের প্রথম কর্মশালার দিন ব্যক্তিগত কাজে ঢাকা আসেন এবং এক ফাকে আমাদের কর্মশালায় যোগ দেন। সেই দিন প্রথম আর সেই দিন শেষ দেখা।
.
মজার ব্যপার হল ২০১৭ সালের শেষ দিকে কিংবা ২০১৮ সালের শুরুর দিকে তিনি দোতারা বাজাই গ্রুপ স্থায়ীভাবে ছেড়ে চলে যান। উনি ফোন করে আমাকে বেশ কিছু অসংগতির কথা জানিয়ে ছিলেন। প্রথমত তার লেখায় সম্ভবত কেউ বাজে কমেন্ট করেছিল, দ্বিতীয়ত আমরাও খুব বেশী লাইক কমেন্ট করতে পারিনি। আমার মনে হয় অভিমানটা একটু বেশী ছিল।
.
পরবর্তিতে তিনি ইউটিউবে নিয়মিত হন এবং দ্রুততম সময়ে সফলতা অর্জন করেন। দোতারা বাজাই এর ৫ম বার্ষিকীতে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আমি লজ্জিত, আমরা লজ্জিত। যাদের ছোট ছোট ভালবাসা নিয়ে আমরা এতদুর এসেছি তাদেরকে আমরা উপেক্ষা করতে পারিনা। আমরা তাকে আমাদের দোতারা বাজাই গ্রুপে ফিরিয়ে আনতে চাই। আগ্রহী হলে তার ফেসবুক ও ইউটিউব ঘুরে আসতে পারেন।
.
ইউটিউব — https://youtu.be/7J00-ftUcqY
.
আমরা বলতে চাই সেই ছোট্ট ফেসবুক গ্রুপ আজকে মুটামুটি অনেকদুর এগিয়েছে। হাজারটা ব্যার্থতার মাঝে কিছু কিছু সফলতাও আছে। আমাদের পোস্ট গুলুতে একজন অন্যজনকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করি। এই কাজটিতে আমাদের পরামর্শক পরিষদ (Adviser Panel) / প্রশিক্ষক পরিষদ ( Instructor Panel ) / পরিচলনা পরিষদ ( Admin Panel ) / সেচ্ছাসেবক পরিষদ (Volunteer Panel ) সহ সকল সদস্যের পরামর্শ কামনা করছি।
.
ধন্যবাদান্তে
ফয়সাল রুপম
কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন