দোতারা বাজাই গ্রুপের আজকের এই পরিবেশ তৈরী করার পেছনে অনেকের ত্যাগ পরিশ্রম ও ভালবাসা জড়িয়ে আছে। দোতারা বাজাইকে আমি সব সময় ভার্চুয়াল কমিউনিটি প্লাটফর্ম বলে এসেছি। একেক সময় একেক জনের কন্ট্রিবিউশন আমাদের এই কমিউনিটি কে সমৃদ্ধ করেছে। তাই মাঝে মধ্যে সেই সব লুকিয়ে থাকা কন্ট্রিবিউটরদের স্বরন করা দরকার।
.
আজকে আমি লিখতে চাই আমাদের ভালবাসার মানুষ @Rana Talha Sheikh ভাইয়ের কথা। তালহা ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা নিয়ে পড়াশুনা করেছেন এবং পড়াশুনা শেষ গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ক্যারিয়ার গড়েছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে সুনামের সাথে কাজ করছেন দীর্ঘ দিন ধরে।
তালহা ভাইর ফেসবুক – https://www.facebook.com/ranatalhadakanon
.
ভাগ্যক্রমে আমরা তাকে পেয়ে যাই দোতারা বাজাই এর শুভাকাঙ্ক্ষী হিসেবে। ডিজাইনার হিসেবে নানা সময় তার কাছ থেকে আমরা বুদ্ধি পরামর্শ নিয়েছি। কিছু কিছু কাজে তিনি এত বেশী তৎপর ছিলেন যে দায়িত্ব নিয়ে নিজে কাজ গুল সম্পাদনা করে আমাদের বাসায় পৌছে দিয়েগেছেন। এর বিনিময়ে তাকে কিছুই দেয়া হয়নি।
.
দোতারা বাজাই যতদিন থাকবে ততদিন তিনি আমাদের মনিকোঠায় মাথা উচু করে থাকবেন তার বিশেষ কৃতিত্বপুর্ন অবদানের জন্য। দোতারা বাজাই এর অফিশিয়াল লোগোটি হাতে তৈরী। আপনার হয়ত জেনে থাকবেন এরকম একটি ক্রিয়েটিভ কমার্শিয়াল লোগো তৈরী করতে অনেক টাকার প্রয়োজন হয়। ভালবাসার বিনিময়ে এরকম অনেক কাজ নির্দ্বিধায় করেছেন আমাদের জন্য।
.
৫ম বর্ষপুর্তিতে তালহা ভাইর জন্য শুভকামনা রইল, ভালবাসা রইল। তালহা ভাইর সুস্থতা কামনা করি।
.
=============
গত লেখার আপডেট
=============
গত দিন আমি Naimur Rahman ভাইয়ের ব্যাপারে লিখেছিলাম। সব কিছুর পর তিনি আবার দোতারা বাজাই গ্রুপে যুক্ত হয়েছেন। আমি অনেক বেশী আনন্দিত। এই কাজে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। অনেকেই তার কন্ট্রিবিউশন সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই লিংকে তার আগের পোস্ট গুলো দেখা যাবে।
.
.
ধন্যবাদান্তে
ফয়সাল রুপম
কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।