দোতারা বাজাই এর উদ্যোগে ২৬/১/২০১৮ তারিখে কোলকাতার কলেজ স্কোয়ার সংলগ্ন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে দ্বিতীয় বারের অনুষ্ঠিত হয়ে গেল একদিনের দোতারা শেখার কর্মশালা।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন শ্রী দেবব্রত দে, শ্রী সুভাষ বর্মন ও শ্রী শুভব্রত সেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রী তীর্থ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা নির্বিশেষে বিভিন্ন বয়সের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত দোতারা বাজাই এর এডমিন জনাব সুমন হোসেন।
অনুষ্ঠানের সূচনা হয় প্রশিক্ষকবর্গের প্রদীপ ও ধূপ প্রজ্জ্বলনের মাধ্যমে, পরে লোকসংগীত শিল্পী শ্রী দীপেন ভট্টাচার্যের নেতৃত্বে দোতারা সংগতে সবাই একত্রে “ও আমার দেশের মাটি”, গানটি উদ্বোধনী সংগীত হিসেবে গাওয়া হয়।
প্রশিক্ষক ও অতিথি সম্বর্ধনা স্মারক ও উপহার প্রদানের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। পরিচয় পর্ব, দোতারা সংক্রান্ত অভিজ্ঞতা ও অভিমত বিনিময়ের সাথে সাথে শুরু হয় দোতারা প্রশিক্ষণ পর্ব। প্রশিক্ষকরা তাদের পুর্বনির্ধারিত আলোচনা শুরু করেন শিক্ষার্থীদের জিজ্ঞাসার জবাব দেন। তাছাড়া দোতারার বেশ কিছু ব্যবহারিক পদ্ধতি উপস্থাপন করেন। দোতারাকে বিভিন্ন ধরনের গানে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েও বিশেষ আলোচনা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল জনপ্রিয় সংগীত শিল্পী শ্রী তীর্থ ভাট্টাচার্যের গানে দোতারার প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ ও অন্যান্য প্রশিক্ষক গণের সাথে একত্রিত গান বাজনা। আয়োজকদের মধ্যে ছিলেন কৌশিক রায় (পাউ), সৌম্যেন্দু দাস ও শ্রী গোপাল দাস। সার্বিক অনুষ্ঠানটির চিত্রগ্রহণ করেছেন শ্রী শৌভিক দে। সার্বিক অনুষ্ঠানটি চলে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
অবশেষে আবারো সমবেত কন্ঠে লালন সাঁইজীর “মিলন হবে কত দিনে” গানটির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই প্রত্যাশা নিয়ে যে,আবারো খুব শীঘ্রই দেখা হবে সকলের সাথে।