বারী সিদ্দিকী স্বরন উৎসব এবং দোতারা কর্মশালা ২০১৭, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের কিংবদন্তি শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে দোতারা বাজাই শোকাহক। বারী সিদ্দিকি তার সব গানে দোতারার অদ্ভুদ ব্যবহার আর সমন্বয় করে সমগ্র বাংলা ভাষাভাষি মানুষদের মধ্যে দোতারার বিষয়ে আগ্রহ তৈরী করেছেন। তাই দোতারা বাজাই গ্রুপ, বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় দোতারা বাজাই এর দ্বিতীয় কর্মশালা।

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারি সিদ্দিকীর সহকর্মী এবং বিশিষ্ট যন্ত্রশিল্পী জনাব অনুপম বিশ্বাস, কোলকাতার জনপ্রিয় দোতারা বাদক এবং দোতারা প্রশিক্ষক জনাব শুভব্রত সেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসি তারিক আহমেদ। আরো উপস্থিত ছিলেন দোতারা বাজাই গ্রুপের শুভাকাঙ্ক্ষী জনাব মাসুদ আলম।

নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হয় এবং বক্তব্য উপস্থাপন করেন জনাব অনুপম বিশ্বাস। দোতারায় বিভিন্ন ধরনের তাল কিভাবে বাজাতে হয় তার কিছু প্রায়োগিক উদারহন দেখান। এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন। দ্বিতীয় পর্বে বক্তব্য উপস্থাপন করেন শুভব্রত সেন। দোতারা চর্চার ক্ষেত্রে হাতের কিছু ব্যায়াম যেগুলো হাত চালু করতে সহযোগিতা করতে পারে সে বিষয়ে পরামর্শ দেন। উপস্থিত শিক্ষার্থীরা দারুন ভাবে এই কর্মশালা উপভোগ করে।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন