দোতারা প্রেমীদের উদ্বুদ্ধ করতে আমরা নানা রকমের উদ্যোগ গ্রহণ করে এসেছি। ইতোমধ্যে আমরা নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছি। সেপ্টেম্বর মাসে আমাদের গ্রুপে দুইটি লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়েছিল।
প্রথম লাইভ আড্ডাটি ১০/০৯/২১ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। সেই আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী দীপেন ভট্টাচার্য। উক্ত লাইভ আড্ডাটি দেখুনঃ https://cutt.ly/1EOXjCy লিংকে
আমাদের ২য় লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়েছিল ১৭/০৯/২১ তারিখে। সেই আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংগীত ও দোতারা শিল্পী বাউল গরিব মোক্তার। উক্ত আড্ডাটি দেখুনঃ
https://cutt.ly/gEOXdMg লিংকে
সেইসাথে আমাদের সদস্যদের নিয়মিত পোস্ট এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। আগস্ট মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সেপ্টেম্বর মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার দোতারায় গাওয়া “আমি স্বপ্নে দেখলাম মধু মালার মুখ রে” নামক গান আমাদের সাথে শেয়ার করেন। আশা করব তিনি আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/gEU3py5
Rafiqul Dotara তার দোতারায় “আগে কি সুন্দর দিন কাটাইতাম” গানটি বাজিয়ে শোনান। দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও আনন্দময় করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/OEU3Iuk
Hamid Sk একটি অনুষ্ঠানের দলীয় দোতারার বাজনা আমাদের সাথে শেয়ার করেন যেখানে আমরা “পুরনো সে দিনের কথা” নামক রবীন্দ্র সংগীতে দোতারার সুর শুনতে পাব। এটি আমাদের অনেক ভালো লেগেছে এবং সবাই অনেক উপভোগ করেছেন।
লিংকঃ https://cutt.ly/qEU8P6l
ফাহিমা আহমেদ শিফা আমাদের ঢাকার বন্ধু। তিনি আমাদের “আগে কি সুন্দর দিন কাটাইতাম” গানটি বাজিয়ে শোনান। সবাই তার বাজনার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/FEU3V4e
Sanjay Datta “প্রাণো সখি রে ঔ শোন কদম্ব তলে” গানে দোতারায় সুর তোলেন যা একটি চমৎকার পরিবেশনা।
লিংকঃ https://cutt.ly/XEU4jTl
Subhra Chakraborty দোতারা বাজাই গ্রুপে নিয়মিত ভালো ভালো পোস্ট আমাদের সাথে শেয়ার করেন। ইতোমধ্যে তিনি আমাদের সাথে আরও একটি গান শেয়ার করেন যা আমাদের অনেক আনন্দ দিয়েছে।
লিংকঃ https://cutt.ly/xEOPaHS
Mamun Choudhury আমাদের সাথে “এমন যদি হতো আমি পাখির মতো” গানের একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাবো যে তিনি দোতারা বাজাচ্ছেন এবং তার মেয়ে গান গাইছেন। এটি অনেক সুন্দর মুহুর্ত যা আমরা সবাই অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/wEOGC50
ইকবাল সুলতানা রিনি তার মেয়ের সাথে দোতারায় একটি গোয়ালপাড়িয়া গান গেয়ে শোনান। সবাই তাকে অনেক উৎসাহ দেন।
লিংকঃ https://cutt.ly/fEOLRE0
শামীম সরকার “তোমারে পুষিলাম কত আদরে” গানটি অসাধারণভাবে দোতারায় গেয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/AEOF3sN
Jeet Adhikary তার দোতারায় গোষ্ঠ গোপাল দাসের একটি গান বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/TEOGgqB
আগস্ট মাসে যারা আমাদের সাথে অনেক অনন্দময় ও তথ্যবহুল পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR