দোতারা প্রেমীদের উদ্বুদ্ধ করতে দোতারা বাজাই গ্রুপের একটি বিশেষ উদ্যোগ হলো দোতারা আড্ডা। দোতারা বাজাই এর উদ্যোগে এমনই একটি দোতারা আড্ডা ২৬-১০-২০২১ ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল।উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন অনিক দেব, মারুফ মৃন্ময়, রাজন সরকার, আসিফ ইকবাল সহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
উক্ত লাইভ আড্ডার একাংশ দেখুনঃ
https://cutt.ly/GRNEPsB
আমাদের সদস্যদের নিয়মিত পোস্ট দোতারা যন্ত্র প্রচারের বিশেষ ভূমিকা রাখছে। সেপ্টেম্বর মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
অক্টোবর মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masud Alam ভাই একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব, বাবার দোতারা ও ভাইয়ার হাত বায়ার সাথে মেহরীন মাসুদ সেঁজুতি ‘সাত ভাই চম্পা জাগরে’ নামক একটি গান গাইছেন। এটি একটি সুন্দর মুহূর্ত। আশা করব তিনি আগামীতে আমাদের সাথে আরও এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/1RNYi6u
Milon Saha মাছরাঙা টিভিতে প্রচারিত নিখিল কৃষ্ন মজুমদার স্যারের দোতারায় বাজানো একটি যন্ত্রসংগীত আমাদের সাথে শেয়ার করেন। একটি চমৎকার ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/nRNIXUu
Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার দোতারায় গাওয়া ‘ভালো আছি ভালো থেকো’ নামক গান আমাদের সাথে শেয়ার করেন যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/7RNUbLA
Fahima Ahmed Shifa আমাদের ঢাকার দোতারা বন্ধু। তিনি মানিকগঞ্জের একটি প্রাকৃতিক পরিবেশে ‘আকাশ এত মেঘলা যেও নাকো একলা’ নামক একটি গান অসাধারণ ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/wRNTqyo
Sanjay Datta তার দোতারায় আমাদের ‘নিথুয়া পাথারে’ গান বাজিয়ে শোনান। দোতারা ও বাঁশির সমন্বয় গআনটিকে আরও সমধুর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/oRNTEbk
Avishek Paul Apu ‘তোমারে দেখিবার মনে চায়’ নামক গান দোতারায় বাজিয়ে আমাদের শোনান যেখানে আমরা দেখতে পাব, তিনি গানটি বাজাচ্ছেন এবং একটি শিশু দোতারার সুরে আকর্ষিত হয়ে তার সাথে খেলা করছে যা একটি বিষ্ময়কর মুহুর্ত।
লিংকঃ https://cutt.ly/yRNORnB
Ridoy Ahsan একটি সংগীত আড্ডার ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি ‘বন্দে মায়া লাগাইছে’ গানে দোতারা বাজাচ্ছিলেন। সবাই তার দোতারার বাজনার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/ARNAxSF
AS Titu তার দোতারায় একটি গান বাজিয়ে শোনান যা একটি অসাধারণ পরিবেশনা।
লিংকঃ https://cutt.ly/oRNPR5J
Zaim Mustakim তার দোতারায় ‘ও ঝরা পাতা’ নামক গান আমাদের গেয়ে শোনান। এটি আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/BRNIdCr
Ferdous Ahmed Khan তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন।
লিংকঃ https://cutt.ly/jRMCUqU
সেপ্টেম্বর মাসে যারা আমাদের সাথে অনেক অনন্দময় ও তথ্যবহুল পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR