দোতারা বাজাই এর উদ্যোগে আমরা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সেইসাথে বিভিন্ন অনুষ্ঠানে দোতারা বাজাই এর সংগীত পরিবেশনা উল্লেখযোগ্য। গত ২৮ নভেম্বর ২০২১ ইং ক্রেয়ন ম্যাগের আমন্ত্রণে এমনই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংগীত পরিবেশন করে দোতারা বাজাই। উক্ত অনুষ্টানের একাংশ দেখুনঃ https://cutt.ly/hYeUZkp
আমাদের সদস্যদের নিয়মিত পোস্ট দোতারা যন্ত্র প্রচারের বিশেষ ভূমিকা রাখছে। অক্টোবর মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
নভেম্বর মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masud Alam ভাই একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি নেপালের বন্দিপুরে দোতারায় যন্ত্রসংগীত পরিবেশনা করছেন। এটি একটি চমৎকার পরিবেশনা। আশা করব তিনি আগামীতে আমাদের সাথে আরও এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/1RNYi6u
Lutfun Nahar নিয়মিত তার মেয়ে সাজিদা সোহার দোতারায় গাওয়া চমৎকার সব গান আমাদের সাথে শেয়ার করেন। ইতোমধ্যে তিনি সোহার দোতারায় গাওয়া ‘বলবো না গো আর কোনোদিন’ নামক গান আমাদের সাথে শেয়ার করেন৷ গানটি শুনে সবাই তার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/0YeRG9w
প্রশান্ত দাস অভি ‘আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন’ নামক গান দোতারায় গেয়ে শোনান। ভিডিওটিতে আমরা দেখতে পাব তিনি তার মাকে দোতারায় গান গেয়ে শোনাচ্ছেন। এটি একটি বিষ্ময়কর মুহূর্ত যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/yYen9Gw
Fahima Ahmed Shifa আমাদের ঢাকার বন্ধু। তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব, তিনি দোতারা বাজাচ্ছেন এবং তার পোষা বেড়ালটি তার বাজনা আনন্দের সাথে শুনছে যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/mYeQD0u
স্রোতের অনুকুল তার দোতারায় ‘আইলারে নয়া দামান’ গান বাজিয়ে শোনান। দোতারা ও তবলার সমন্বয় বাজনাটিকে আরও সুন্দর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/UYeQt2A
Surovi Chakraborty তার দোতারায় একটি যন্ত্রসংগীত পরিবেশন করেন যা অনেক প্রশংসনীয়।
লিংকঃ https://cutt.ly/nYeb3v7
Jahangir Sarkar শুকলাল রায় এর দোতারায় গাওয়া একটি গান ‘আমার দিন কি এমনি যাবে বইয়া’ নামক গান শেয়ার করেছেন যা আমরা সবাই অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/oYeWQpW
Avishek Paul Apu তার দোতারায় ‘আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন’ নামক গান অসাধারণ ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/7Yenxf8
Pankaj Halder তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন যা আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/lYeRg8r
Mayukh Chatterjee তার দোতারায় ‘মুর্শিদ ধন হে’ গানটি বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/oYebUYT
অক্টোবর মাসে যারা আমাদের সাথে অনেক অনন্দময় ও তথ্যবহুল পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR