দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জুন মাসে যারা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও,ছবি এবং লেখালেখি শেয়ার করার মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হতে পারছি।
জুলাই মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার বাজানো ও গাওয়া দোতারার একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। তিনি সোহার দোতারায় গাওয়া ‘সাদা সাদা কালা কালা’ গানটি আমাদের শোনান যা সবার অনেক ভালো লেগেছে। সেই সাথে সবাই তার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/4ZATmAm
Ahmed Tarik ভাই একই ভাবে একটি সংগীত আড্ডায় ‘সাদা সাদা কালা কালা’ গানটি তার দোতারায় গেয়ে শোনান। একটি সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামীতে তিনি আরও ভালো ভালো পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/uZAYluN
Subrata Dhar তার বোনের গাওয়া ‘তুমি যে আমার মনের মানুষ’ গানটিতে দোতারা বাজিয়ে শোনান। সবাই তাদের অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/xZAUTt0
Raihan Uddin তার দোতারায় ‘ওগো এলাহী’ নামক গান আমাদের গেয়ে শোনান। তার দোতারায় গাওয়া গান আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/5ZAYCEC
Md Iyakuf Rashed দোতারায় ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ গানটি চমৎকার ভাবে আমাদের বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/sZAU9na
Sirajul Islam পুরোনো দিনের একটি গান ‘গুন গুনাগুন গান গাহিয়ে নীল ভমরা যায়’ দোতারায় আমাদের বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/GZAIc0M
Samiul Mintu দোতারায় ‘কি সুন্দর এক গানের পাখি’ গানটি আমাদের বাজিয়ে শোনান। দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও সুমধুর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/cZAOj8n
জীবন্মৃত উন্মাদ একটি আড্ডায় দোতারায় ‘বড় লোকের বেটি লো’ গানটি গেয়ে শোনান যা আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/kZAI1aX
Fahad Bin Mostafa দোতারায় একটি যন্ত্রসংগীত আমাদের অসাধারণ ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/hZAOUBs
Nitai Dhar ‘যশোমতী মাইয়া সে’ গানটি দোতারায় আমাদের বাজিয়ে শোনান। তার বাজনা আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/3ZAONDT
জুলাই মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR