আগস্ট মাসের সেরা দোতারা বাদকদের তালিকা ২০২২

দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট করেন তারাই এই গ্রুপের প্রাণ। আগস্ট মাসে যারা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও,ছবি এবং লেখালেখি শেয়ার করার মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হতে পারছি।

আগস্ট মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Fahima Ahmed Shifa তার দোতারায় বাজানো ‘কমলায় নৃত্য করে’ গানের দলীয় সংগীত আমাদের সাথে শেয়ার করেন। সবাই দের পরিবেশনার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/9CgOY3Q

Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার বাজানো ও গাওয়া দোতারার একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। তিনি সোহার দোতারায় গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি আমাদের শোনান যা সবার অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/ECgOxLL

Ahmed Tarik একটি সংগীত আড্ডায় ‘আমার হার কালা করলাম রে’ গানটি তার দোতারায় বাজিয়ে শোনান। আশা করব আগামীতে তিনি এরকম আরও ভালো ভালো পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/DCgPySI

Junaed Anwar ভাই কানাডার একটি লোক উৎসবে ‘যেজন প্রেমের ভাব জানে না’ গানটি চমৎকার ভাবে বাজিয়ে শোনান। একটি সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/uCgPHTl

HorePutul Singer রংপুরের একটি দোতারা আড্ডার ভিডিও আমাদের সাথে শেয়ার করেন, যেখানে আমরা দেখতে পাব তিনি সহ রংপুরের অনেক দোতারা বাদকগণ একত্রে দোতারায় যন্ত্রসংগীত পরিবেশন করছেন যা একটি সুন্দর মুহুর্ত।
লিংকঃ https://cutt.ly/wCgAhHm

Sirajul Islam জনপ্রিয় একটি দেশের গান ‘একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁ’ দোতারায় আমাদের অসাধারণ ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/oCgPzKZ

Shyamal Gayen তার দোতারায় ‘সাদা সাদা কালা কালা’ গানটি আমাদের গেয়ে শোনান। তার গাওয়া গান সবাই অনেক উপভোগ করেন।
লিংকঃ https://cutt.ly/jCgA6rr

JoYnal Abedin তার দোতারায় ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ গানটি আমাদের বাজিয়ে শোনান। তার বাজনা আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/ECgSWgz

Suborno Roy একটি আড্ডায় তার দোতারায় ‘সাদা সাদা কালা কালা’ গানটি বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/TCgDrEB

Subhra Chakraborty তার দোতারায় ‘মুর্শেদের খোঁজে’ গানটি বাজিয়ে শোনান যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/9CgSgls

আগস্ট মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।

আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন