দোতারা বাজাই শুধুমাত্র একটি গ্রুপ নয়। এটি দোতারা প্রেমীদের মিলন মেলা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে দোতারা প্রেমীরা একত্রিত হয়েছেন। তারা এখানে নিয়মিত পোস্ট শেয়ার করছেন, সেইসাথে একে অপরের দোতারা বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান বের করছেন।
সেপ্টেম্বর মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার বাজানো ও গাওয়া দোতারার একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। তিনি সোহার দোতারায় গাওয়া ‘এত যে নিঠুর বন্ধু জানা ছিল না’ গানটি আমাদের শোনান যা সবার অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/gBiLK4X
Fahima Ahmed Shifa তার দোতারায় বাজানো ‘সাদা সাদা কালা কালা’ গানের দলীয় সংগীত আমাদের সাথে শেয়ার করেন। সবাই দের পরিবেশনার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/HBiZj6r
Masud Alam ভাই আমাদের সাথে তার বাজানো দোতারার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে আমরা দেখতে পাব তিনি নেপালের পোখারা তে ‘সোনা বন্ধু তুই আমারে’ গানটি পরিবেশন করছেন। এটি অনেক আনন্দময় মুহুর্ত। আশা করব তিনি আরও অনেক ভালো ভালো ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/9BiZ3Fs
Ucchwas Barua Enu তার ছাত্রী সম্পূর্ণা বড়ুয়া এর একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব তিনি দোতারায় ‘আমার গলার হার’ গানটি চমৎকার ভাবে গেয়ে শোনান। দোতারায় তার গাওয়া গান সবার অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/LBiCMCp
HorePutul Singer ভাওয়াইয়া অঙ্গন রংপুর এর দোতারা শিক্ষার্থীর একটি দোতারার যন্ত্রসংগীত আমাদের সাথে শেয়ার করেন। সবাই তাদের বাজনা অনেক উপভোগ করেন।
লিংকঃ https://cutt.ly/GBiVCqo
Sirajul Islam তার দোতারায় বাজানো ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গানটি অসাধারণ ভাবে আমাদের বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/UBiBoPV
Litan Baishnab আমাদের দোতারায় হিন্দি গান ‘তুঝে দেখা তো য়ে জানা সানাম’ গানটি বাজিয়ে শোনান। তার বাজনা আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/RBiMaZg
Md Iyakuf Rashed দোতারায় ‘তুমি যাইওনা যাইওনা বন্ধুরে’ গানটি আমাদের গেয়ে শোনান। একটি সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/cBiBJl1
স্রোতের অনুকুল তার দোতারায় ‘আম বাগানে ইটের ভাটা’ গানটি আমাদের বাজিয়ে শোনান৷ দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও সুমধুর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/RBi1wt9
শ্রী মনরঞ্জন রায়রায় আমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব তার বাজানো দোতারার সুরে তার দুই মেয়ে ‘আমি ভজন সাধন জানি না’ নামক গান গাইছেন যা অনেক সুন্দর মুহুর্ত।
লিংকঃ https://cutt.ly/UBiNLps
Tapash Mirza ও সিলেটি দোতারা আমাদের দোতারায় যন্ত্রসংগীত বাজিয়ে শোনান যা সবার অনেক ভালো লেগেছে।
লিংক ১ঃ https://cutt.ly/rBi1Sd7
লিংক২ঃ https://cutt.ly/QBi0pfg
সেপ্টেম্বর মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR