দোতারা বাজাই ঢাকার বন্ধুদের উদ্যোগে গত ১৮ ই নভেম্বর ২০২৩ শনিবার রাজধানীর বেরাইদ ঘাটে অনুষ্ঠিত হয়ে গেল একটি জমপেশ দোতারা আড্ডা। দেশের নানা প্রান্ত থেকে আগত দোতারা বন্ধুদের উপস্থিতিতে সবাই মেতে উঠে আড্ডা গান আর দোতারার সুরে। সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে আমাদের সদস্যরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন বালু নদী সংলগ্ন বেরাইদ ঘাটে।নদীর তীরে মৃদুমন্দ বাতাস, কুলকুল ধ্বনি, পাখির কিচির মিচির শব্দ আর দোতারা সুর মিলে মিশে একটা দূরর্দন্ত আবহ তৈরি হয়।
দোতারা আড্ডার মূল আকর্ষন ছিল কার্যনির্বাহী পরিষদের সদস্য মাসফিক সোয়াদ, আর্য রায় এবং সুমন হোসেনের মন মাতানো দোতারার বাজনা। এমন প্রানবন্ত উপস্থাপনায় ধীরে ধীরে বেরাইদ বাজারের ব্যবসায়ী, ঘাটের মাঝি সহ সাধারন মানুষ জড়ো হয়ে উপভোগ করছিল দোতারার সুর। দারাজ কন্ঠে দোতারার সাথে গান ধরে দোতারা বাজাই এর ভলেন্টিয়ার এবং সংগীত শিল্পী শাহজালাল মিয়াজি। টগবগে দুপুর রোদেও মিয়াজির গানে মন মজেছিল আড্ডায় উপস্থিত সদস্যদের।
দোতারা বাজাই এর ভলেন্টিয়ার তারেক আলীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করায় অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা উপহার তুলে দেন আলমগীর হোসেন। এছাড়া দোতারা বাজাই এর ভলেন্টিয়ার শাহজালাল মিয়াজির পদ্মা ব্যাংকে যোগদান উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন দোতারা বাজাই এর শুভাকাংখী জনাব ওবায়দুর রহমান। ব্যক্তিগত জীবন, কর্মজীবন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে এই পর্ব শেষ হয়।
মধ্যাহ্ন ভোজনের পর আড্ডার দ্বিতীয় পর্বে শুরু হয় নৌকা ভ্রমন। পড়ন্ত বিকেলে একটি ডিঙ্গি নৌকায় করে বেরাইদ ঘাট থেকে কায়েতপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয় দোতারা বাজাই এর সদস্যরা। নৌকায় ভ্রমনের সাথে দোতারায় লোকগান শুনতে শুনতে আনন্দে উদ্বেলিত হয় চলন্ত নৌকার মাঝি সহ দুই ধারের গ্রামবাসী। এই আনন্দময় মুহুর্তগুলোতে হাততালির মাধ্যমে গ্রামবাসীরা উচ্ছাস প্রকাশ করেন এবং উতসাহ প্রদান করেন। লম্বা নৌকা ভ্রমন শেষ সন্ধায় গোধলীর লগ্নে এই ভ্রমন সমাপ্ত হয়।
দোতারা বাজাই ডিজাইন টিমের মেহেদী হাসানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অসামান্য ডিজাইন উপহার দেওয়ার মাধ্যমে দোতারা বাজাইকে সমৃদ্ধ করছেন প্রতিনিয়ত।অনুষ্ঠান শেষে দোতারা বাজাই এর ভলেন্টিয়ার টিম সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য ফয়সাল রুপম।