ঢাকায় দোতারা বাজাই গ্রুপের প্রথম কর্মশালা

আমাদের যুগের হিরো জুনায়েদ আনোয়ার চয়ন ভাই’র নেতৃত্বে দোতারা বাজাই গ্রুপের প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয় ঢাকায়। দোতারাকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে আমাদের ভাবনা গুলোকে সর্বপ্রথম মূল্যায়ন করেন Junaed Anwar ভাই এবং Ahmed Tarik ভাই।

এই ওয়ার্কশপের যাবতীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করেন আমাদের এই দুইজন ভালবাসার মানুষ। সেই সাথে জুনায়েদ ভাই’র দোতারার গুরু জনাব আশুতোষ শীলকে আমাদের এই কর্মশালায় যুক্ত করেন। মুলত দোতারা বাজাই এর কলেবর পালটে যেতে থাকে এই কর্মশালার হাত ধরে।

এই কর্মশালার হাত ধরে আমরা খুজে পাই মাসফিক সোয়াদকে এবং Sumon Hossen, Aminul Islam Mintu, Sumon Sheel, Nadran Talha Alhady Rana ভাই সহ অনেককে। যারা আজো পর্যন্ত দোতারা বাজাইকে ভালবাসা দিয়ে আগলে রেখেছেন।

৫ বছর পুর্তির এই বছরে চয়ন ভাই এবং তারেক ভাইর প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কর্মশালা আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন আমাদের এডমিন প্যানেলে থাকা বন্ধুরা। কৃতজ্ঞতা প্রকাশ করছি Saddam Hossain ভাই, Shazzadur Rahman Limon, Mehedi Hasan Sifat, Minhaz Minu, Sumon Hossain Dotara ভাই সহ সবার প্রতি যারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছেন। সেই সাথে আমাদের কোলকাতার বন্ধু Soumendu Das, Kaushik Roy Pau, Md Intaj Ali, Subhabrata Sen আমাদেরকে পরামর্শ ও উৎসাহ দিয়েছেন। সবার প্রতি আমাদের ভালবাসা ও কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে
ফয়সাল রুপম
কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন