দোতারা শিখতে হলে ওস্তাদের বাড়িতে যাও

আমার দোতারা শেখার আগ্রহ তৈরী হয়েছিল ২০১৫ সালের মাঝামাঝি সময়। দোতারা নিয়ে কথা বলার মত চার পাশে যখন কেউ ছিল না ঠিক তেমন সময় আশার আলো হাতে নিয়ে এগিয়ে আসলেন আমাদের তারেক ভাই। এই ভিডিওটি পাবলিশ করেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে। এই পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি।

সেই সময় গুলোতে গান বাজনা যারা বোঝে এমন অনেকের কাছে জানতে চেয়েছি দোতারা কি আর কি করলে দোতারা বাজানো যাবে। কয় ধাপে কত দিনে এটা শেখা যাবে। দোতারা শিখতে হলে সারগাম জানতে হয় এই কথাটা কেউ বলতে রাজী ছিল না। উত্তর ছিল ওস্তাদের বাড়িতে যাও। তারেক ভাইর ভিডিও দেখে প্রথম জানতে পারি সারেগামা শুরু হারমোনিয়ামে করে না দোতারায়ও করা যায়।

সেই সময়ে সপ্তাহে ৬ দিন রাত ৮ টা পর্যন্ত অফিস কামলা খেটে এসে ওস্তাদের বাড়ি খুজব এটা আমার জন্য দুঃস্বপ্নের মত ছিল। কি করব ক্লান্ত শরীরে ইউটিউব নেড়ে চেড়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না।

কিন্তু তারেক ভাই তখনো দোতারা সব শিখেছেন এমন নয়, মাত্র শিখতে শুরু করেছেন এমন সময় ভালবাসার হাত বাড়িয়ে দিলেন। আমাদেরকে তার ফেসবুকে ফ্রেন্ড হিসেবে জায়গা করে দিলেন। ছুটির দিন গুলোতে আমাদের অপরিনত গল্প গুলো শুনতেন। ওয়ার্কশপক কিভাবে করা যেতে পারে সেসব নিয়ে আলাপ হত।

অনেক কিছু পেরেছি ওস্তাদের বাড়ি আর যেতে পারি নাই। সে জন্য ওস্তাদকে আমাদের মাঝে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার চিন্তা করেছিলাম। এই ঢাকা শহরে আমরা তেমন কাউকে চিনি না যাকে সাথে নিয়ে ওয়ার্কশপ করা যায়। যা হোক দোতারা বাজাই এর ৫ম বার্ষিকীতে Ahmed Tarik ভাইর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভিডিওর লিংক – https://www.youtube.com/watch?v=eC1ctVk9J4w

ধন্যবাদান্তে
ফয়সাল রুপম
কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন