আমরা এমন এক যুগে বড় হচ্ছি যেখানে আমরা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি চরম মাত্রায়। কারন আমরা বাংলায় কথা বলি কিন্তু সংস্কৃতি চর্চার সময় বিদেশী সংস্কৃতি চর্চায় আনন্দ পাই। আমাদের হিরো পেশাগত জীবনে একজন ফার্মাসিস্ট। ইউটিউবে তার একটি বাজনা দেখে ঢাকা কোলকাতার একদল তরুণ ঝাপ দিয়েছিল দোতারার সাগরে।
আমাদের কোন অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই, আমরা বাজাতে পারি না কিন্তু স্বপ্ন দেখতে সমস্যা কই। স্বপ্ন দেখতে টাকা লাগে না। দিনের পর দিন আমাদেরকে স্বপ্ন দেখতে উৎসাহিত করেছেন আমাদের যুগের হিরো জুনায়েদ আনোয়ার চয়ন ভাই। পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে চয়ন ভাইর জন্য ভালবাসা। চয়ন ভাইর সুস্থতা কামনা করি।
চয়ন ভাই, ২০১৬ সালে দোতারায় বাধার জন্য আমাকে কয়েক পরত মুগা সুতা দিয়েছিলেন। এই পর্যন্ত তিন চারটা মানিব্যাগ বদল হয়েছে কিন্তু সেই সুতা এখনো সযত্নে মানিব্যাগে রেখেছি। আমাদের সবার পক্ষ থেকে ভালবাসা জানবেন। কৃতজ্ঞতা জানবেন। সেদিনের সেই ছোট্ট চারাগাছ ( দোতারা বাজাই )আজকে বটবৃক্ষ হয়ে অনেককে ছায়া দিচ্ছে।
ভিডিও ক্রেডিটঃ Shaheen Salam
ইউটিউব চ্যানেললিঙ্কঃ https://www.youtube.com/user/মায়াবতি
ভিডিও সম্পাদনাঃ দোতারা বাজাই সাপোর্ট টিম
ধন্যবাদান্তে
ফয়সাল রুপম
কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।