আমাদের বাঙালিদের গর্ব করার মতো অন্যতম বিষয় হচ্ছে বাঙালির সংস্কৃতি, কৃষ্টি, উৎসব। আর এই বারো মাসের তেরো পার্বনের দেশে সংস্কৃতির অন্যতম অংশ হচ্ছে বাংলার নাচ আর গান। বাংলার উৎসবের বা পার্বনের কথা মাথায় আসলেই যে দৃশ্য চোখে ভেসে ওঠে তা হলো মাঠে ঘাটে দোতারা বাজিয়ে বাউলের গান।
দোতারা ! উপমহাদেশের সবথেকে জনপ্রিয় লোকবাদ্য যন্ত্র। যার সুরে বাংলার বাউলেরা গেয়ে ওঠে-
” আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়…”
কেবল বাউলেরাই নয়, খেয়া ঘাটের মাঝি, গাড়োয়ান, সবুজ ক্ষেতের কৃষক থেকে শুরু করে শহুরে মানুষেরাও এর ব্যতিক্রম নন।
অন্তরে লোকগান যে জাতির তাদের কি আর দোতারা ছাড়া চলে ?
আজ আমরা বলবো দোতারার কথা, দোতারা বাজাই – Dotara Bajai এর কথা । ২০১৬ সাল এপ্রিল মাসের ১৩ তারিখ, দুজন স্বপ্নবাজ দোতারা প্রেমী তরুণের হাতে তৈরী হলো “দোতারা বাজাই”। সঙ্গে যুক্ত হলো সমচিন্তার আরো একদম দোতারা প্রেমী। যাদের বুকভরা স্বপ্ন আর সাহস নিয়ে শুরু হলো দোতারার সর্বপ্রথম আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম এর যাত্রা।
এরপরের গল্প আপনাদের সবারই জানা। এরপরের গল্প জুড়ে শুধু আপনারাই। আপনাদের অংশগ্রহনেই আজ আমরা বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার দোতারা প্রেমী বন্ধুদের একটি গ্রুপ। হারিয়ে যেতে বসা একটি অন্যতম বাদ্যযন্ত্রকে ঘিরে যে উন্মাদনা, আবার নতুন করে যে দোতারার জোয়ার তার পেছনে কেবল আপনারাই দায়ী।
দোতারা বাজাই – Dotara Bajai আজ ৬ষ্ঠ বছর শেষ করে ৭ম বছরে পা রাখলো। ৬ বছরের এই পথযাত্রায় আমরা বাংলাদেশ ও ভারতে আয়োজন করেছি বেশ কিছু দোতারা কর্মশালা, দোতারা আড্ডা, দোতারা প্রতিযোগিতা সহ দোতারা প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকার মতো বেশ কিছু সুন্দর উদ্যোগ। যেখানে পাশে পেয়েছি অসংখ্য দোতারা প্রেমী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের।
“দোতারা বাজাই – Dotara Bajai” সবসময় চেষ্টা করেছে দোতারা বন্ধুদের পাশে থাকতে, দোতারাকে সবার মাঝে তুলে ধরতে, দোতারার প্রচার এবং প্রসারে নিরলস ভাবে কাজ করতে। প্রাপ্তির খাতায় “দোতারা বাজাই – Dotara Bajai” গ্রহণ করেছে এই ১১ হাজার বন্ধুদের ভালোবাসা।
দোতারা বাজাই এর ৬ষ্ঠ বর্ষপূর্তিতে দোতারা বাজাই এর সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রাপ্তির খাতায় দোতারা বন্ধুর সংখ্য আরো বাড়ুক। মনে বাজুক দোতারার সুর। জয় হোক দোতারার।
অনুলিখন – মাসফিক সোয়াদ, সদস্য – কার্যনির্বাহী পরিষদ, দোতারা বাজাই