০১৯ সালের শুরুতে ঢাকায় দোতারা বাজাই এর ৩য় কর্মশালা করার পরিকল্পনা করছিলাম। সেই সময় কিছু কিছু লজিস্টিক সাপোর্টের প্রয়োজনে আমরা আমাদের শুভাকাংখীদের মধ্যে আলাপ করতে থাকি। এর মধ্যে আমরা প্রথমবারের মত Masud Alam ভাইয়ের সাথে যোগাযোগের চেস্টা করি এবং আমাদের কিছু সীমাবদ্ধতার কথা জানাই। তিনি তড়িত গতিতে সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যে ডাকসু ক্যাফেটেরিয়াতে বসার ব্যবস্থা করে দেন। .
এমন একটি ভেন্যু পেয়ে আমাদের সবার কাজের উৎসাহ অনেক গুন বেড়ে যায়। আমাদের ভলেন্টিয়াররা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে থাকে। সেই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রথমবারের মত যোগ দেন Nikhil Krishna Majumder. এই প্রোগ্রামে প্রায় ৭০ জন দোতারা প্রেমী উপস্থিত হন। একটি সফল প্রোগ্রাম করার পরে নিয়মিত ভাবে আমাদের দোতারা আড্ডা সহ প্রায় সকল প্রোগ্রামে যুক্ত আছেন।
এছাড়াও কর্মসুত্রে নেপাল চলে যাবার পর থেকে বাংলাদেশ দুতাবাস এবং নেপালী সাংস্কৃতিক কর্মীদের সাথে নিয়ে একের পর এক অনুষ্ঠানের মাধ্যমে দোতারাকে জনপ্রিয় করে তুলেছেন। নেপালে থেকেও নিয়মিত ভাবে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং নানা ভাবে সহযোগিতা করছেন। দেশে এবং দেশের বাইরে দোতারা এবং দোতারা বাজাই কে নিয়ে তার যত উদ্যোগ সেটা কোন অংশেই একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চাইতে কম নয়।
ব্যক্তি হিসেবে মাসুদ আলম ভাই একজন সাংস্কৃতিমনা ও চরম ধৈর্যশীল মানুষ। সকল ব্যাস্ততার মাঝেও আমাদের ছোট ছোট আলাপ এবং আবদার শুনেন মনযোগ দিয়ে। মাসুদ ভাইর কাছে সবচাইতে বড় যে বিষয়টি শেখার আছে তা হল লিডারশীপ স্কিল। একটি ভার্চুয়াল কমিউনিটি প্লাটফর্ম লিড করার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন আমাদেরকে।
দোতারা বাজাই এর ৫ম বার্ষিকীতে মাসুদ ভাইর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা। .দোতারা বাজাই এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এমন অনেক কথা আছে যেগুলো আমরা বলতে পারি না কিংবা বলা হয়ে উঠে না সেরকম কিছু বিষয় ফুটে উঠেছে মাসুদ ভাইয়ের বক্তব্যে। সবার সুসাস্থ কামনা করছি।
ধন্যবাদান্তে
ফয়সাল রুপম কো-ফাউন্ডার, দোতারা বাজাই।
ভলেন্টিয়ার, দোতারা বাজাই সাপোর্ট টিম।