দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট শেয়ার করেন তারাই এই গ্রুপকে নানা ভাবে সমৃদ্ধ করছেন। মার্চ মাসে যারা পোস্ট শেয়ার করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এপ্রিল মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masud Alam ভাই আমাদের সাথে একটি দোতারার ভিডিও শেয়ার করেন। নেপালের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নেপালী বাদ্যযন্ত্রীদের সাথে তিনি দোতারায় এই যন্ত্রসংগীতটি পরিবেশন করেন। দোতারাকে এরকম একটি জায়গায় উপস্থাপন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/ibgjHMK
Sumon Sheel বাংলা নববর্ষ উপলক্ষ্যে দোতারায় একটি ভাওয়াইয়া গান বাজিয়ে শোনান। এটি আমাদের খুব ভালো লেগেছে এবং সবাই তার অনেক প্রশংসা করেছেন।
লিংকঃ https://cutt.ly/7bgxF99
Sabyasachi Deb তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন৷ দোতারা ও ডুবকির সমন্বয়ে এই যন্ত্রসংগীতটি সবাইকে মুগ্ধ করেছে।
লিংকঃ https://cutt.ly/kbgb2uI
Lutfun Nahar তার মেয়ে ভূইয়া সাজিদ সোহার একটি দোতারার ভিডিও শেয়ার করেন। সোহা দোতারায় একটি গান গেয়ে শোনান। ভিডিওটি সবাই অনেক উপভোগ করেছেন এবং সবাই তাকে অনেক শুভকামনা জানিয়েছেন।
লিংকঃ https://cutt.ly/qbglr3s
Fahima Ahmed Shifa দোতারা বাজাই গ্রুপে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। ইতোমধ্যে তিনি আমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করেন যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/JbgvJkW
HorePutul Singer আমাদের রংপুরের দোতারা বন্ধু। তিনি দোতারায় একটি অসাধারণ যন্ত্রসংগীত আমাদের বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/gbgmtlf
দোতারা বাজাই গ্রুপে আমরা সবাই দোতারা বিষয়ক যাবতীয় ভাব-পরামর্শ একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। যার ফলে সবাই তাদের দোতারা বিষয়ক সমস্যার সমাধানও পেয়ে যাচ্ছেন আমাদের এই গ্রুপের মাধ্যমে। সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিবেন।
আপনার পরিচিত দোতারা বাদক/কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ https://goo.gl/dZfXDR