দোতারা বাজাই গ্রুপের সকল কার্যক্রমে যারা নিয়মিত অংশগ্রহণ করেন তাদের মাধ্যমেই আমরা ভরসা পাই। দোতারা বাজাই গ্রুপে আপনারা যারা নিয়মিত পোস্ট শেয়ার করেন, তারা তাদের পোস্টের মাধ্যমে নিয়মিত সবার সামনে নতুন কিছু তুলে ধরছেন। নভেম্বর মাসে যারা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
.
ডিসেম্বর মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে সাফায়াত রুশদি শোভন তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। তিনি একটি চায়ের দোকানে বসে সবার অনুরোধে গানটি গেয়ে শোনান এবং ভিডিওটি রেকর্ড করেন। তার বাজনা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আশা করব তিনি আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে আমাদের আনন্দ দিবেন।
.
Aminul Islam Mintu ভাই তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। তার ভিডিও আমরা সবাই অনেক উপভোগ করেছি এবং সবাই তার অনেক প্রশংসা করেন।
.
Taufic Bin Saad তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। এই ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে।
.
Masud Alam ভাই তার দোতারায় একটি গজল পরিবেশন করে আমাদের উপহার দেন। তার এই গজলের মাধ্যমে আমরা আবারও বুঝতে পেরেছি যে, দোতারায় যেকোনো ধরণের সঙ্গীত সম্ভব। দোতারাকে এত সুন্দর ভাবে উপস্থাপনের জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
.
Sumon Sheel ও Sanjay Datta বিজয় দিবসে দোতারায় দেশাত্মবোধক গানে বাজিয়ে শেয়ার করেন। ভিডিওগুলো আমাদের সবার অনেক ভালো লাগে এবং সবাই তাদের অনেক প্রশংসা করেছেন।
.
Subhra Chakraborty দোতারা বাজিয়ে গ্রুপে শেয়ার করেন। তিনি একজন নারী দোতারা বাদক। তার দোতারার বাজনা সবাইকে অনেক আনন্দ দিয়েছে।
.
Soham Bhowmik তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। এই ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে এবং সবাই অনেক উপভোগ করেছেন।
.
Samiul Mintu তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। সবাই তার অনেক প্রশংসা করেন এবং তাকে অনেক উৎসাহ দেন।
.
Mayukh Chatterjee বড়দিনকে কেন্দ্র করে ‘জিঙ্গেলবেলস’ নামক একটি গান দোতারায় বাজিয়ে শেয়ার করেন। সেই সাথে Swapankumar Ruidas তার সন্তান অমিত রুইদাসের বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন যা অনেক প্রশংসনীয়।
.
দোতারা বাজাই গ্রুপের সকল সদস্যদের এই ছোট ছোট অবদানের কারণেই দোতারা বাজাই এগিয়ে চলেছে। আপনাদের নিয়মিত পোস্ট, লাইক, কমেন্ট ইত্যাদি আমাদের ভরসা জোগায়। সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
আপনার পরিচিত দোতারা বাদক/কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ https://goo.gl/dZfXDR