ফেব্রুয়ারি মাসের সেরা দোতারা বাদকদের তালিকা ২০২১

দোতারা প্রেমীদের মিলন মেলা আমাদের এই দোতারা বাজাই গ্রুপ। তরুণ সহ সকল বয়সের মানুষ দোতারার টানে এখানে একত্রিত হয়েছেন। তাই দোতারা প্রেমীরা এখানে দোতারার ভিডিও, টিউটোরিয়াল, নানা রকমের তথ্য, মনের ভাব-পরামর্শ সকলের সাথে ভাগাভাগি করছেন। সেই সাথে সকলে তাদের দোতারা বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন এই গ্রুপের মাধ্যমে।

ফেব্রুয়ারি মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masud Alam ভাই তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে তিনি নেপালী বাদ্যযন্ত্রের সাথে দোতারায় বাংলা গান গেয়ে শোনান। এটি অনেক সুন্দর মুহুর্ত যা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আর এভাবেই দোতারা যন্ত্র বিশ্বের সর্বত্র বেজে উঠছে। দোতারাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

HorePutul Singer আমাদের রংপুরের দোতারা বন্ধু। তিনি একটি দলীয় দোতারার বাজনা আমাদের সাথে শেয়ার করেন। সেখানে আমরা দেখতে পারবো রংপুরের অনেকগুলো দোতারা বাদক একসাথে রংপুরের একটি আঞ্চলিক গানে দোতারায় সুর তোলেন।

Vobo Ghure Shovon একটি সংগীত আড্ডায় দোতারায় একটি গান গেয়ে শোনান। তার বাজনা আমাদের অনেক আনন্দ দিয়েছে। আশা করব তিনি আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে আমাদের আনন্দ দিবেন।

Fahima Ahmed Shifa দোতারা বাজাই গ্রুপে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। ইতোমধ্যে তিনি আমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করেন যা আমরা সবাই অনেক উপভোগ করেছি।

Aminul Islam Mintu ভাই অন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে দোতারায় একটি দেশাত্মবোধক গান বাজিয়ে শোনান।

Sumon Sheel ভাই তার দোতারার বাজনা শেয়ার করেন যা আমাদের খুব ভালো লেগেছে। সেই সাথে Ridoy Ahsan ও Sanjay Datta সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেন।

দোতারা বাজাই গ্রুপের সকল সদস্যদের এই ছোট ছোট অবদানের কারণেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সুন্দর সুন্দর তথ্যবহুল পোস্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।

আপনার পরিচিত দোতারা বাদক/কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ https://goo.gl/dZfXDR

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন