ফেব্রুয়ারি মাসের সেরা দোতারা বাদকদের তালিকা ২০২২

দোতারা বাজাই দোতারা প্রেমীদের একটি মিলন মেলা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে দোতারা প্রেমীরা একত্রিত হয়েছেন। তারা এখানে নিয়মিত পোস্ট শেয়ার করছেন, সেইসাথে একে অপরের দোতারা বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান বের করছেন।

ফেব্রুয়ারি মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masum Alam ভাই পাহাড়ের ওপর একটি সংগীত আড্ডার ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব তারা দোতারায় ‘লোকে বলে ও বলে রে’ নামক গানটি গাইছেন। এটি অনেক আনন্দময় মুহুর্ত। আশা করব তিনি আরও অনেক ভালো ভালো ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন
লিংকঃ https://cutt.ly/CAar71j

Rafiqul Dotara তার দোতারায় ‘সাগরের মতই গভীর’ নামক গান অসাধারণ ভাবে বাজিয়ে শোনান। দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও সুন্দর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/wAatvS3

Dilipkumer Shil দোতারা বাজাই গ্রুপে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। ইতোমধ্যে তিনি ‘ঐ না রূপে নয়ন দিয়ে আমার গৃহে’ নামক গান তার দোতারায় বাজিয়ে শোনান। একটি অসাধারণ ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/AAatB6g

MD Jahid Hasan তার দোতারায় ‘মিলন হবে কত দিনে’ গানটি খুব সুন্দর ভাবে বাজিয়ে শোনান। তার গানটি আমরা অনেক উপভোগ করেছি এবং তার জন্য অনেক শুভকামনা রইল।
লিংকঃ https://cutt.ly/xAgotIy

Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার দোতারায় গাওয়া ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ নামক গান আমাদের সাথে শেয়ার করেন। সবাই তার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/uAayf5o

শামীম সরকার একটি সংগীত আড্ডায় তার দোতারায় একটি গান গেয়ে শোনান। এটি আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/YAaawtE

Md Nayeem একটি সংগীত আড্ডায় দোতারায় ‘তাল তমালের বনে তে’ নামক গান বাজিয়ে শোনান। এটি আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/QAgo5Wc

ইকবাল সুলতানা রিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব তারা মা মেয়ে দোতারায় ‘জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া’ নামক গান গেয়ে শোনান যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/dAaiAag

Iyakuf Rashed তার দোতারায় ‘আমায় এত রাতে ক্যানে ডাক দিলি’ নামক গান বাজিয়ে শোনান। তার বাজানো যন্ত্রসংগীত আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/jAai14T

Ucchwas Barua Enu অনিন্দ্য বড়ুয়া ও পূজা বড়ুয়ার দোতারায় বাজানো ‘রঙিলা মাঝিরে’ নামক গানের ভিডিও শেয়ার করেন। তাদের বাজানো যন্ত্রসংগীত আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/1AaoD8S

Alamgir Hossain Bahar দোতারায় ‘আপন ঘরের খবর নেনা’ গানের চমৎকার একটি ভিডিও শেয়ার করেন।
লিংকঃ https://cutt.ly/rAapsuJ

J S Bappy তার দোতারায় বাজানো ‘আমার বন্ধু দয়াময়’ গানটি গেয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/5AapGTp

Rohan Das তার দোতারায় ‘ভাসাইয়া আমায় চোখের জলে’ গানটি বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/XAgpYx6

ফেব্রুয়ারি মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।

আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন