দোতারা বাজাই শুধুমাত্র একটি গ্রুপ নয়। এটি দোতারা প্রেমীদের মিলন মেলা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে দোতারা প্রেমীরা একত্রিত হয়েছেন। তারা এখানে নিয়মিত পোস্ট শেয়ার করছেন, সেইসাথে একে অপরের দোতারা বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান বের করছেন।
ডিসেম্বর মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masud Alam ভাই একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি আমেরিকায় তার দোতারায় “ফেরিওয়ালা” নামক গান গাইছেন। একটি চমৎকার পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/DUUsV67
Rafiqul Dotara তার দোতারায় “প্রাণ বন্ধু আসিতে সখি গো সখি” গানটি বাজিয়ে শোনান। দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও আনন্দময় করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/CUUsEPO
Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার দোতারায় গাওয়া “প্রেমের প্রতিদান” নামক গান আমাদের সাথে শেয়ার করেন। আশা করব তিনি আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/iUUsi72
Atiar Rahman দোতারায় “ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না” গানটি আমাদের গেয়ে শোনান। তার গাওয়া গান আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/9UUd3AM
Ridoy Ahsan দোতারা বাজাই গ্রুপে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন। ইতোমধ্যে তিনি আমাদের সাথে “রঙিলা বারই রে” গানের একটি ভিডিও শেয়ার করেন যা একটি দলীয় পরিবেশনা। এটি আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/ZUUfmc6
Sanjay Datta আমাদের হবিগঞ্জের বন্ধু। তিনি ১৬ই ডিসেম্বর উপলক্ষে “সোনা সোনা সোনা লোকে বলে সোনা” গানটি তার দোতারায় বাজিয়ে শোনান যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/mUUfV79
Ipsita Saha দোতারায় “জলে ঢেউ দিও না সখি” নামক গান গেয়ে শোনান৷ সবাই তার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/eUUdi1P
Subrata Dhar তার দোতারায় “বলব না গো আর কোনোদিন” গানটি অসাধারণ ভাবে গেয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/SUUdTZO
Mamun Choudhury তার দোতারায় “হায়রে বিধি ওরে বিধি” নামক লালনগীতি গেয়ে শোনান যা একটি চমৎকার পরিবেশনা।
লিংকঃ https://cutt.ly/mUUgn6t
শামীম সরকার তার দোতারায় একটি গান গেয়ে শোনান যা অনেক প্রশংসনীয়।
লিংকঃ https://cutt.ly/TUUhrlJ
ডিসেম্বর মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR