জানুয়ারি মাসের সেরা দোতারা বাদকদের তালিকা ২০২১

দোতারাকে সকলের কাছে পৌছে দিতেই দোতারা বাজাই গ্রুপের নিয়মিত পথ চলা। দোতারা বাজাই গ্রুপের সকল সদস্যদের ছোট ছোট অবদানের কারণেই দোতারা বাজাই এগিয়ে চলেছে। সেইসাথে আমাদের সদস্যবৃন্দ নিয়মিত বিভিন্ন ধরণের পোস্ট শেয়ারের মাধ্যমে সকলকে নতুন কিছু জানার সুযোগ করে দিচ্ছেন।

জানুয়ারি মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Sabyasachi Deb তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। তিনি দোতারা ও সেতারের সংমিশ্রণে একটি মনোমুগ্ধকর যন্ত্রসংগীত পরিবেশন করেন। দোতারাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Masud Alam ভাই দোতারা বাজাই গ্রুপের ৫০০০ সদস্য পূর্তি অনুষ্ঠানে পূর্বাচলের সী শেল পার্কে দোতারায় একটি গান গেয়ে শোনান। তার দোতারার বাজনা ও গান আমাদের সবাইকে অনেক আনন্দ দিয়েছে। আশা করব তিনি আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।

Sumon Sheel আমাদের গ্রুপে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। ইতোমধ্যে তিনি আমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করেছিলেন যা আমরা সবাই অনেক উপভোগ করেছি।

Subhra Chakraborty একজন নারী দোতারা বাদক। ইতোমধ্যে তিনি তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন যা আমাদের সবার অনেক ভালো লেগেছে এবং সবাই তার অনেক প্রশংসা করেছেন।

Fahima Ahmed Shifa আমাদের ঢাকার বন্ধু। তিনি তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন যা আমাদের খুব ভালো লেগেছে।

Torsha Bose তার দোতারায় একটি গান গেয়ে শোনান। সবাই তার অনেক প্রশংসা করেছেন।

HorePutul Singer সংবাদপত্র থেকে কিছু ছবি সংগ্রহ করে আমাদের সাথে শেয়ার করেন। ছবিগুলোর মাধ্যমে আমরা কাশেম আলী নামক একজন দোতারা বাদকের ছবি ও তথ্য সম্বন্ধে জানতে পারব।

  1. দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট শেয়ার করেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন