দোতারা বাজাই এর সকল কার্যক্রমে আমাদের সদস্যদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সদস্যদের নিয়মিত পোস্ট এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। ডিসেম্বর মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
জানুয়ারি মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার দোতারায় গাওয়া ‘কি বলিব সোজার চানরে’ নামক গান আমাদের সাথে শেয়ার করেন। একটি চমৎকার পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/FOQ2WRr
Masud Alam ভাই একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে আমরা দেখতে পাব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে একটি সংগীত আড্ডায় দোতারায় যন্ত্রসংগীত পরিবেশনা করছেন যা আমাদের খুব ভালো লেগেছে। আশা করব তিনি আগামীতে আমাদের সাথে আরও এরকম ভালো ভালো ভিডিও শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/5OQ9l4L
শামীম সরকার একটি আড্ডায় ‘আমি তো সেই ঘরের মালিক নই’ গানে দোতারা বাজিয়ে শোনান। সবাই তার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/GOQ9KsC
Jafor Ali ‘আমার হার কালা করলাম রে’ গানটি তার দোতারায় বাজিয়ে শোনান। তার দোতারার বাজনা আমরা সবাই অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/GOQ3XcH
Mayukh Chatarjee তার দোতারায় একটি যন্ত্রসংগীত অসাধারণ ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/IOQ8jwp
Mamun Choudhury ‘আমার ভিতর আমি কে’ নামক গান তার দোতারায় গেয়ে শোনান। সবাই তার অনেক প্রশংসা করেছেন।
লিংকঃ https://cutt.ly/4OQ8My9
Hamid Sk স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ‘কানাই পার করে দাও আমারে’ গানটি বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/hOQ4Cs8
বিভাস রায় গানের স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পিকনিকে গিয়ে দোতারায় গান গেয়ে শোনান যা একটি আনন্দময় মুহূর্ত। সবাই তাকে অনেক উৎসাহ দেন।
লিংকঃ https://cutt.ly/iOQ7bqo
Fahad Bin Mostafa ‘গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ’ গানটি বাজিয়ে শোনান। তার দোতারার বাজনা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/ZOQ7KtY
ShAkib Hasan একটি দোতারা আড্ডার ভিডিও শেয়ার করেন।
লিংকঃ https://cutt.ly/aOQ5t9Q
জানুয়ারি মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR