দোতারা বাজাই গ্রুপের পরিসর ধীরে ধীরে বাড়ছে। সেইসাথে আমাদের নতুন সদস্যরাও গ্রুপে সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করছেন। আমরা চাই আপনারা আরও ভালো ভালো পোস্ট আমাদের উপহার দিবেন, একে অপরের পোস্টে নিজের মন্তব্য জানিয়ে উৎসাহিত করবেন। আর এভাবেই আমরা সামনে এগিয়ে যেতে পারব।
জুলাই মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masud Alam ভাই ঢাকার একটি দোতারা আড্ডায় ‘দিনে দিনে খসিয়া পড়িবে’ নামক গান দোতারায় বাজিয়ে শোনান যা সবার অনেক ভালো লেগেছে। আশা করব তিনি আগামীতে আরও এরকম ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/UQiGZ0t
Fahima Ahmed Shifa আমাদের ‘একলা চলো রে’ নামক একটি রবীন্দ্র সংগীত দোতারায় বাজিয়ে শোনান যা আমরা অনেক উপভোগ করেছি। এই অসাধারণ ভিডিওটি আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/sQiHTTU
Lutfun Nahar তার মেয়ে ভূইয়া সাজিদ সোহার দোতারার সাথে গাওয়া ‘ছেড়ে দে ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল’ নামক একটি গান আমাদের সাথে শেয়ার করেন যা সবাইকে মুগ্ধ করেছে। গানটি শুনে সবাই তাকে অনেক উৎসাহ দিয়েছেন।
লিংকঃ https://cutt.ly/8QiJrt2
Rafiqul Dotara তার দোতারায় ‘মধু মালতী ডাকে আয়’ গানের যন্ত্রসংগীত বাজিয়ে আমাদের শোনান। দোতারা ও তবলার সমন্বয়ে এই যন্ত্রসংগীতটির সবাই অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/aQiJPiF
Suman Barua Akash আমাদের হবিগঞ্জের দোতারা বন্ধু। ইতোমধ্যে তিনি আমাদের সাথে ‘পিন্দারে পলাশের বোন’ নামক গানের একটি দলীয় দোতারার বাজনা শেয়ার করেছেন, যেখানে আমরা দেখতে পাব হবিগঞ্জের কয়েকজন দোতারা বাদক একসাথে দোতারা বাজাচ্ছেন। একটি সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/KQsEnTK
Baula Rakhal তার দোতারায় ‘বন্ধু গেইছে দুরো দেশে রে’ নামক একটি ভাওয়াইয়া গান বাজিয়ে আমাদের শোনান যা অনেক প্রশংসনীয়।
লিংকঃ https://cutt.ly/5QsdzrA
Mahmudullah Ash Raful দোতারায় তার উস্তাদের গাওয়া ‘ভজরে আনন্দের গৌরাঙ্গ’ নামক একটি লালনগীতি শেয়ার করেন যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/fQiKwju
Shahriar Shoaib দোতারায় ‘কালা পাখি’ নামক একটি গানকে অসাধারণ ভাবে দোতারায় উপস্থাপন করেছেন।
লিংকঃ https://cutt.ly/CQsdM10
Nitai Dhar একটি রবীন্দ্র সংগীত দোতারায় বাজিয়ে শোনান যা সবাই অনেক উপভোগ করেছেন।
লিংকঃ https://cutt.ly/2QsfOs5
Ayan Roy দোতারায় হাসন রাজার একটি গান ‘লোকে বলে বলে রে’ অনেক সুন্দর ভাবে গেয়ে শোনান।
লিংকঃhttps://cutt.ly/DQiKi9I
স্রোতের অনুকুল তার দোতারায় বাজানো ‘জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া’ গানের ভিডিও শেয়ার করেন। বাঁশি ও তবলার সমন্বয় বাজনাটিকে আরও সুন্দর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/eQiKsbp
দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট শেয়ার করেন তাদের প্রতি রইলো শুভকামনা। জুন মাসে যারা পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR