দোতারা বাজাই শুধু মাত্র একটি ফেসবুক গ্রুপ নয়। এটি আমাদের একটি পরিবার, যেখানে আমরা দোতারা বিষয়ক সকল ভাব-পরামর্শ একে অপরের সাথে নিয়মিত ভাগাভাগি করে নিচ্ছি।
মার্চ মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে মুম্বাইয়ের সঙ্গীতজগতের সাথে যুক্ত Sabyasachi Deb আমাদের সাথে তার বাজানো দোতারার ভিডিও শেয়ার করেন। এখানে তিনি একরকম নতুন আঙ্গিকে দোতারাকে তুলে ধরেছেন। দোতারাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/kxF48Je
জনাব Masud Alam নেপালের একটি অনুষ্ঠানে দোতারায় বাংলা লোক সংগীত পরিবেশন করেন। সেখানে তিনি নেপালী শিল্পীদের নিয়ে গানটি গেয়ে শোনান। এটি আমাদের জন্য একটি বিষ্ময়কর মুহূর্ত। আশা করব তিনি আগামীতে আরও এরকম সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/4xF4KfE
Fahima Ahmed Shifa আমাদের ঢাকার বন্ধু। তিনি নদীর পাড়ে প্রাকৃতিক পরিবেশে বসে দোতারায় একটি যন্ত্রসংগীত পরিবেশন করেন যা আমাদের খুব ভালো লেগেছে এবং সবাই তা অনেক উপভোগ করেছেন।
লিংকঃ https://cutt.ly/bxPZrux
ঢাকার Lutfun Nahar তার মেয়ে ভূইয়া সাজিদ সোহার একটি দোতারার ভিডিও শেয়ার করেন। সোহা একজন কনিষ্ঠ দোতারা বাদক। তিনি দোতারায় একটি গান গেয়ে শোনান। সবাই তার অনেক প্রশংসা করেছেন।
লিংকঃ https://cutt.ly/IxF4uRm
বড়িশালের Taufic Bin Saad দোতারা বাজাই গ্রুপে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। ইতোমধ্যে তিনি আমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাবো তিনি একটি সংগীত আড্ডায় দোতারা বাজাচ্ছেন। তার বাজনা আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/3xF4Q3n
দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট শেয়ার করেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক/কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ https://goo.gl/dZfXDR