মার্চ মাসের সেরা দোতারা বাদকদের তালিকা ২০২২

দোতারা বাজাই হলো দোতারা প্রেমীদের মিলন মেলা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে দোতারা প্রেমীরা একত্রিত হয়েছেন। তারা এখানে নিয়মিত পোস্ট শেয়ার করছেন, দোতারা বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করছেন, সেইসাথে একে অপরের দোতারা বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান বের করছেন।মার্চ মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Masum Alam ভাই রারা লেকের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি দোতারায় ‘বড়লোকের বেটি লো’ নামক গানটি বাজাচ্ছেন। এটি অনেক আনন্দময় মুহুর্ত। আশা করব তিনি আরও অনেক ভালো ভালো ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন
লিংকঃ https://cutt.ly/9D0rWoT

Fahima Ahmed Shifa আমাদের ঢাকার বন্ধু। তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে আমরা দেখতে পাব, একটি সংগীত আড্ডায় দোতারায় ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ গানটি তারা দলীয়ভাবে গেয়ে শোনান। এটি আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/eD16BL3

Lutfun Nahar নিয়মিত তার মেয়ে সাজিদা সোহার বাজানো ও গাওয়া দোতারায় ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। ইতোমধ্যে তিনি সোহার গাওয়া ‘যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়’ গানটি শেয়ার করেন। একটি অসাধারণ ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/RD9zCzH

Hamid Sk ঈদের অগ্রীম শুভেচ্ছা ‘ঈদ আসিলো বাড়ি বাড়ি’ নামক গান তার দোতারায় অসাধারণ ভাবে বাজিয়ে শোনান। দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও সুমধুর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/pD155kE

শামীম সরকার তার দোতারায় ‘দুঃখ দিলে সয়না যত’ নামক একটি গান গেয়ে দোতারা বাজাই গ্রুপে পোস্ট করেন। এটি আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/vD17OD4

Vobo Ghure Shovon জামালপুরের একটি পাহাড়ে তার দোতারায় ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ অনেক সুন্দর ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/MD14njU

MD Jahid Hasan তার দোতারায় ‘যে জন প্রেমের ভাব জানে না’ গানটি বাজিয়ে শোনান। সবাই তার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/yD170rc

Arjoo Rifat লালন আখড়ায় একটি সংগীত আড্ডায় দোতারায় একটি যন্ত্রসংগীত বাজিয়ে শোনান যা আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/XD0eEPY

Ujjal Banerjee ‘দেখেছি রূপ সাগরে মনের মানুষ’ গানটি চমৎকার ভাবে গেয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/2D16hH0

সৌরদীপ চ্যাটার্জী দোতারায় একটি যন্ত্রসংগীত বাজিয়ে শোনান যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/mD0wN89

মার্চ মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।

আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন