দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসে যারা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও,ছবি এবং লেখালেখি শেয়ার করার মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হতে পারছি।
মে মাসে আমরা যেসব পোস্ট দেখেছি এর মধ্যে Lutfun Nahar তার মেয়ে সাজিদা সোহার বাজানো ও গাওয়া দোতারার একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। ইতোমধ্যে তিনি সোহার দোতারায় গাওয়া শাহ আব্দুল করিমের গান ‘সোনা বন্ধু ভুইলো না আমারে রে’ আমাদের শোনান। একটি সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
লিংকঃ https://cutt.ly/eJvIrv3
HorePutul Singer গত ২০/০৫/২২ ইং টাউন হল রংপুরে ভাওয়াইয়া অঙ্গনের আয়োজনে দু’দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসবের ১ম দিনে দোতারা শোভা যাত্রার একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করেন। এটি একটি বিষ্ময়কর মুহুর্ত যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/8JvDMs2
Masud Alam ভাই আমাদের সাথে তার বাজানো দোতারার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে আমরা দেখতে পাব তিনি তার নেপালের বাসভবনের সুইমিংপুলে ভজন ক্ষেপার খমকের সাথে দোতারায় যন্ত্রসংগীত পরিবেশন করছেন। এটি অনেক আনন্দময় মুহুর্ত। আশা করব তিনি আরও অনেক ভালো ভালো ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন।
লিংকঃ https://cutt.ly/MJvIm8c
Dilipkumer Shil অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে নজরুল গীতি ‘রমজানের ওই রোজার শেষে’ গানটি আমাদের বাজিয়ে শোনান। তার দোতারায় বাজনা আমাদের অনেক ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/6JvPaxM
Sha Hin তার দোতারায় বাজানো ‘চোখের জলে আমি ভেঁসে চলেছি’ গানটি আমাদের সাথে শেয়ার করেন। সবাই তার বাজনার অনেক প্রশংসা করেন।
লিংকঃ https://cutt.ly/CJvAQZd
Hamid Sk রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি যন্ত্রসংগীত বাজিয়ে শোনান। এটি আমরা অনেক উপভোগ করেছি।
লিংকঃ https://cutt.ly/CJvPJLW
MD Jahid Hasan তার দোতারায় ‘আমি কি দিয়া ভজিবো রে তোমারে’ গানটি চমৎকার ভাবে বাজিয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/EJvAtW4
বিভাস রায় তার দোতারায় ‘ আমার মতো প্রাণ কাঁদিলে’ নামক লালনগীতি অসাধারণ ভাবে গেয়ে শোনান।
লিংকঃ https://cutt.ly/BJvANcl
Suman Kumar Nath দোতারায় ‘বসন্ত বাতাসে সই গো’ গানটি বাজিয়ে আমাদের সাথে শেয়ার করেন। দোতারা ও তবলার সমন্বয় গানটিকে আরও সুমধুর করে তুলেছে।
লিংকঃ https://cutt.ly/QJvSssT
Julhas Kabir ঈদের শুভেচ্ছা জানিয়ে নজরুল গীতি ‘রমজানের ওই রোজার শেষে’ গানটি বাজিয়ে শোনান যা আমাদের খুব ভালো লেগেছে।
লিংকঃ https://cutt.ly/hJvDllP
এপ্রিল মাসে যারা আমাদের সাথে পোস্ট শেয়ার করেছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আরও এরকম চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক /কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ
https://goo.gl/dZfXDR