- দোতারা বাজাই গ্রুপে যারা নিয়মিত পোস্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অক্টোবর মাসে যারা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও,ছবি এবং লেখালেখি শেয়ার করার মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হতে পারছি।
.
নভেম্বর মাসে আমরা যেসব পোস্টগুলো দেখেছি এর মধ্যে Arpan Thakur Chakraborty তার নিজের তৈরি একটি বিশেষ আকৃতির দোতারার বাজনা শেয়ার করেন। যাদুঘর দর্শনে গিয়ে সেখানে এরকম একটি যন্ত্র দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এবং তার আরেকজন সহকর্মী একত্রে এটি তৈরি করেন। তার এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন আকৃতির দোতারার সাথে পরিচিত হতে পেরেছি এবং সবাই তাকে অনেক উৎসাহ দিয়েছেন। একটি বিশেষ যন্ত্র আমাদের সবার সামনে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ।
.
Swapankumar Ruidas তার সন্তান অমিত রুইদাসের বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। অমিত রুইদাস একজন শিশু দোতারা বাদক। তার বাজনা আমাদের সকলের অনেক ভালো লেগেছে।
.
Sumon Sheel নিজের বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। এই ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে এবং সবাই অনেক উপভোগ করেছেন।
.
HorePutul Singer একজন নারী দোতারা বাদকের ভিডিও শেয়ার করেন যার নাম সুমিত্রা রায়। তিনি জলপাইগুড়ির ধূপগুড়িতে থাকেন। তিনি তার আরেকটি ভিডিওতে আরও একজন নারী দোতারা বাদকের ভিডিও শেয়ার করেন। তাদের দুইজনকে আমাদের গ্রুপে দেখতে চাই এবং পরিচিত হতে চাই।
.
Masud Alam ভাই তার বাজানো একটি দোতারার ভিডিও শেয়ার করেন। তিনি নেপালের কালিনচক গ্রামে ঘুরতে গিয়ে এই ভিডিওটি রেকর্ড করেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বরফের ওপর দোতারা বাজাচ্ছেন। এটি একটি বিষ্ময়কর মুহূর্ত যা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আশা করব তিনি আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে আমাদের সবাইকে আনন্দ দিবেন।
.
Ohor Nishi Komol তার বাজানো দোতারার কিছু সারগাম এর টিউটোরিয়াল শেয়ার করেন। যারা নতুন দোতারা শিখছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী এবং তারা সবাই এগুলো চর্চা করবেন এটাই প্রত্যাশা।
.
Shyamal Gayen তার বাজানো দোতারার ভিডিও শেয়ার করেন। তার বাজনা আমাদের সবাইকে অনেক অনন্দ দিয়েছে এবং সবাই তার অনেক প্রশংসা করেছেন।
.
Ridoy Ahsan তার বাজানো কিছু দোতারার ভিডিও শেয়ার করেন যা অনেক প্রশংসনীয়। সেই সাথে Sanjay Datta এবং Keshob Kumar Sarkar সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেন।
.
দোতারা বাজাই গ্রুপের সকল সদস্যদের নিয়মিত পোস্ট, লাইক, কমেন্ট ইত্যাদি আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়। দোতারা বাজাই গ্রুপের সকল কার্যক্রমে আপনাদের নিয়মিত অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ । দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিন গুলোতে আরো এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।
আপনার পরিচিত দোতারা বাদক/কারিগরের নাম ও যাবতীয় তথ্য এই তালিকায় যোগ করুনঃ https://goo.gl/dZfXDR