বাংলাদেশের প্রখ্যাত দোতারা বাদক জনাব নিখিল কৃষ্ণ মজুমদারের সাথে দোতারা বাঁজাই কোলকাতা প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় গত বুধবার। বিশিষ্ট সঙ্গীতশিল্পী, প্রশিক্ষক, লোক বাদ্যযন্ত্র গবেষক সর্বোপরি একজন হৃদয়বান স্নেহশীল মানুষ শ্রদ্ধেয় নিখিল কৃষ্ণ মজুমদার এর সাথে লোকসঙ্গীত, লোকবাদ্য তথা এর প্রচার, সংরক্ষণ, প্রসার নিয়ে ওনার বিরাট কর্মকাণ্ড সংক্রান্ত বহুবিধ আলোচনায হয়। সেই সাথে দোতারা বাঁজাই এর নানান পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন দোতারা বাঁজাই ভারতের কার্যনির্বাহী পরিষদের সদস্য সৌমেন্দু দাস ও কৌশিক রায় ।
উল্লেখ্য জনাব নিখিল কৃষ্ণ মজুমদার ২০১৯ সালে দোতারা বাঁজাই এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত দোতারা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় দীর্ঘ আড়াই বছর পর আবার ভারত সফর করছেন ।
বহু জেলায় পর পর ক্রমাগত ভ্রাম্যমাণ ব্যাস্ততার মধ্যেও দোতারা বাঁজাইকে সময় দেয়ায় তার মূল্যবান পরামর্শে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। দোতারা বাঁজাই এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।