চট্টগ্রামে দোতারা আড্ডা, অক্টোবর ২০২১
.
করোনা পরবর্তি সময়ে আমাদের জীবন কিছুটা স্বাভাবিকতার দিকে আগাচ্ছে, ঠিক এমন একটি সময় দোতারা বাজাই এর কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে দোতারা আড্ডার মধ্য দিয়ে।
দোতারা বাজাই এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভলেন্টিয়ার অনিক দেবের উদ্যোগে এবং আমন্ত্রনে গত ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার এই আড্ডাটি আয়োজন করা হয়। মংগলবার দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের যাদুঘর চত্তরে দোতারা প্রেমী বন্ধুরা জড়ো হতে থাকে। সন্ধ্যা ৭ টায় শুরু হয় আমাদের আড্ডার মুল পর্ব। এই আড্ডায় উপস্থিত ছিলেন মারুফ মৃন্ময়, রাজন সরকার, আসিফ ইকবাল সহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দোতারা আড্ডার মুল আকর্ষন ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিল্পী মারুফ মৃন্ময়। শিল্পী মারুফ মৃন্ময় দোতারা হাতে দীর্ঘ সময় গান শোনান। তার গানের সুরে বিমোহিত হয় উপস্থিত শ্রোতা দর্শকবৃন্দ। এছাড়াও ইউকেলিলি, বাশি এবং ডূবকি বাজিয়ে আড্ডাকে মাতিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের তরুন শিল্পীবৃন্দ। আড্ডা শেষে সবার সাথে ব্যক্তিগত আলাপ এবং মত বিনিয়ময়ের মধ্য দিয়ে দোতারা আড্ডার কার্যক্রম শেষ হয়।
দোতারা বাজাই চট্রগ্রামের বন্ধু সুমন কুমার নাথের উদ্যোগে দোতারা আড্ডার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ২৭ অক্টোবর ২০২১ বুধবার। মেঘনা মিউজিক টিমের প্রাকটিস রুমে এই আড্ডাটি অনুষ্ঠিত হয়। উক্ত আড্ডায় বিশেষ আকর্ষন ছিলেন গৈরালা উচ্চ বিদ্যালইয়ের প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সজল দেবনাথ , অজয় শর্মা ও ভুপেন নাথ। কীবোর্ড এবং দোতারায় ছিলেন সুমন নাথ এবং তবলায় ছিলেন অভিজিৎ। আচার্য্য আড্ডার মুল পর্বে মেঘনা মিউজিক টিমের সদস্যবৃন্দ জমজমাট গান পরিবেশন করেন। মিউজিকের চর্চার বিষয়ে মেঘনা মিউজিক টিমের সবার আগ্রহ এবং ঐতিকান্তিক প্রচেস্টা আমাদেরকে মুগ্ধ করেছে। মেঘনা মিউজিক টিমের প্রতিটি সদস্য দোতারা বাজাইকে যতটুকু ভালবাসা দেখিয়েছেন, সেটা আমাদের জন্য সৌভাগ্যের সেটা সম্মানের। সংগীতের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
চট্রগ্রামের সব বন্ধুদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালবসা জানাই। ভবিষ্যতে এমন আরো দোতারা আড্ডা হোক এই প্রত্যাশা সকলের।
ধন্যবাদান্তে
ফয়সাল রুপম, দোতারা বাজাই