তথ্য প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে আমরা চেস্টা করেছি দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকারা দোতারা প্রেমীদের সাথে যুক্ত হতে। ফেসবুক গ্রুপ একটি বড় মাধ্যম হিসেবে কাজ করেছে। ২০১৬ সালের ১৩ই এপ্রিল সৌমেন্দু দাসের হাত ধরে আমাদের দোতারা বাজাই গ্রুপের যাত্রা শুরু হয়।
প্রথম দিকে ইউটিউব এবং ফেসবুকে পাওয়া বাজনা গুলো শেয়ার করা হত বেশী বেশী। পরবর্তিতে আমরা আমাদের ছোটখাট সমস্যা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে একজন অন্যজনকে সহযোগিতার সুযোগ তৈরী হয়েছে। দোতারা শিখতে উদ্বুদ্ধ করা এবং সহযোগীতা করার জন্য নানা কর্মসুচী হাতে নেয়া হয়েছে।
বর্তমানে আমাদের গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। বাংলাদেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী মানুষ আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন। আপনিও যুক্ত হতে পারেন।
দোতারা বাজাই, গ্রুপের নীতিমালা
.
.
আপনি যা করতে পারেন।
১। দোতারা সম্পর্কিত কোনকিছু জানার থাকলে, জানানোর থাকলে, পরামর্শ থাকলে তা পোষ্ট করতে পারেন।
২। আপনার নিজের কিংবা অন্যকারো ভাল দোতারার বাজনা রেকর্ড করে শেয়ার করতে পারেন।
৩। কোন অনুষ্ঠানে / রেডিও / টেলিভিশনের বাজনা সরাসরি ভিডিও আপলোড করতে পারেন।
৪। অন্য কারো রেকর্ড করা কিংবা অন্য কোন প্রতিষ্ঠানের ছবি / ভিডিও শেয়ার করা হলে অবশ্যই ক্রেডিট দিতে হবে, সম্ভব হলে সোর্স লিংক সহ দিতে হবে।
৫। দোতারা কেনার ব্যাপারে কিংবা দোতারা বানানোর ব্যাপারে পরামর্শ চাইতে পারেন।
৬। এলাকার নাম জানিয়ে আপনার আশে পাশে দোতারার শিক্ষক খুজতে পারেন।
৭। দোতারা বাজিয়ে রেকর্ড করে সেটা গ্রুপে আপলোড করে এক্সপার্ট সদস্যদের পরামর্শ নিতে পারেন।
৮। যারা ভিডিও শেয়ার করেন এবং পোস্টে মন্তব্য করেন তাদের সাথে ব্যক্তিগত ভাবে বন্ধুত্ব করতে পারেন।
৮। পোস্ট এপ্রুভ না হলে অপেক্ষা করুন / বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে এপ্রুভাল অল্প সময়ের জন্য বন্ধ থাকে। বেশী সময় হয়ে গেলে এডমিনদের সাথে যোগাযোগ করুন।
৯। দোতারা বাজাই গ্রুপ / গ্রুপের এডমিন প্যানেল / গ্রুপের সদস্যের কোন কাজ কিংবা সিদ্ধান্ত পছন্দ না হলে সুন্দর ভাষায় গুছিয়ে মতামত দিতে পারেন।
১০। গ্রুপের ডকুমেন্টগুলো অসম্পুর্ন কিংবা ভুল থাকলে সেটা শুধরে দেবার জন্য কমেন্ট করতে পারেন, এডমিনগন সে অনুযায়ী তথ্য হালনাগাদ করবেন।
.
.
যে সব বিষয়ে সচেতন থাকবেন
১। কারো অনুমতি ছাড়া কাউকে গ্রুপে আমন্ত্রন জানানো যাবে না।
২। রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত কোন ধরনের লেখালেখি করা যাবে না।
৩। দোতারা ছাড়া অন্য বাদ্যযন্ত্রে বাজানো ভিডিও শেয়ার করা যাবে না।
৪। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ফেসবুক পেজ থেকে লেখা কিংবা ভিডিও শেয়ার করা যাবে না।
৫। ঘন ঘন একচেটিয়া ভিডিও শেয়ার করা যাবে না, এক সপ্তাহ বা ১০ দিন পর পর ভিডিও শেয়ার করুন।
৬। দোতারা বা মিউজিক সংক্রান্ত কোন পেজ বা ইউটিউব চ্যানেল থাকলে ভিডিওর ডেস্ক্রিপশনে লিংক দিন।
৭। ছোট বড় কিংবা ভাল মন্দ কোন পরিস্থিতিতে কাউকে ব্যক্তিগত আক্রমন করা যাবে না।
৮। বয়স এবং যোগ্যতার দিক থেকে সিনিয়র আর্টিস্টকে গ্রুপে অসম্মান করে লেখালেখি করা যাবে না।
৯। লেখালেখি / পোস্ট / ভিডিও / মন্তব্যে গালাগালি কিংবা অশালীন শব্দ প্রয়োগ করা যাবে না।
১০। স্প্যাম, এডভারটাইজমেন্ট, প্রমোশন কিংবা ব্যাবসায়িক বিজ্ঞাপন পোস্ট করা যাবে না।
১১। কারো সম্পর্কে ভালভাবে না জেনে যেনতেন ভাবে মন্তব্য করা যাবে না।
.
.
#। কেবল মাত্র ফেসবুক পেজে / ইউটিউবে লাইক কমেন্ট পাওয়ার উদ্দেশ্যে ভিডিও শেয়ার করা অনুৎসাহিত করা হয়।
#। নীতিমালার বাইরে কোন কার্যক্রম লক্ষ্য করলে যে কোন সদস্য সেগুলো এডমিন প্যানেল কে জানাতে পারেন।
#। নীতিমালার বাইরে কাজ দেখলে সেটা ব্যক্তিগত ভাবে জানানো/আক্রমন করাকে আমরা নিরুতসাহিত করি।
#। যে কোন অনাকাংখিত পরিস্থিতি সমাধানের ব্যাপারে এডমিন প্যানেলের উপর আস্থা রাখুন।
#। দোতারা বাজাইয়ের যে কোন প্রোগ্রামের ব্যাপারে এডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত।
#। দোতারা বাজাই গ্রুপ পরিচালনার ব্যাপারে কারো কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নয়।
#। দোতারা বাজাই এর কার্যক্রম পছন্দ না হলে যে কেউ ব্যক্তি উদ্যোগে এই গ্রুপ থেকে লিভ নিতে পারেন।
.
যে কোন সদস্যের আচরন স্বাভাবিক ভদ্রতা এবং আন্তরিকতার বাইরে গেলে অথরিটি বিনা নোটিশে তাকে প্রত্যাহার করতে পারেন।
সর্বশেষ আপডেট – ফেব্রুয়ারী ২০২১
ধন্যবাদান্তে, ফয়সাল রুপম, ‘দোতারা বাজাই’ এডমিন প্যানেল।
.
.
>>>>>>>
নীতিমালার কোন অংশের সাথে দ্বিমত পোষন করলে কিংবা পরিবর্তন প্রত্যাশা করলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই বিষয়ে এডমিন প্যানেল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে।