দোতারা যন্ত্রের প্রচার এবং প্রসারে আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি তার মধ্যে সবচাইতে আকর্ষনীয় এবং গুরুত্বপুর্ন উদ্যোগ ছিল দোতারা প্রতিযোগিতা ২০২০। প্রতিযোগিতা শুরু হয়েছিল গত মাসে এবং সম্মানিত বিচারকগনের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে ফলাফল তৈরী হয়ে গিয়েছিল গতমাসেই।
.
আমাদের পরামর্শক এবং শুভাকাংখী জনাব গরীব মোক্তার ভাই অনুষ্ঠানটিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফলাফল ঘোষণা করার পরামর্শ দেন। এরকম সময় প্রোগ্রাম হাতে নেয়া খুব কঠিন একটি কাজ তাই দেশে এবং বিদেশে অবস্থানরত সকল শুভাকাংখীদের সাথে পরামর্শ করে এই কঠিন কাজটি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তারই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় আনন্দ রেস্টুরেন্ট রামপুরায় প্রোগ্রাম করার যাবতীয় প্রস্তুতি নেই।
.
দেশে এবং দেশের বাইরে অবস্থানরত শুভাকাংখীদের মধ্যে যাদের নাম না বললেই নয় তারা হচ্ছেন তারিক আহমেদ ভাই, জুনায়েদ আহমেদ চয়ন ভাই, মাসুদ আলম ভাই, আসাদ শামস ভাই, হাসনাত আনোয়ার ভাই, ইলিয়াস আলী ভাই এবং ফয়সাল আজিজ ভাই অন্যতম। গত ১৫/২০ দিন ধরে তারা সব ব্যাপারেই খোজ খবর নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। সকলের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ভালবাসা।
.
সম্মানিত বিচারকগনের বিবেচনায় ফলাফল
.
১মঃ মোঃ সালমান রহমান পল্লব (বাংলাদেশ)
২য়ঃ পুলক চন্দ্র দে (ভারত)
৩য়ঃ সুমন শীল (বাংলাদেশ)
৩য়ঃ হরিদাস চন্দ্র রায় (বাংলাদেশ)
৪র্থঃ হৃদয় আহসান (বাংলাদেশ)
৪র্থঃ আকাশ ব্যানার্জি (ভারত)
৪র্থঃ সঞ্জয় দত্ত (বাংলাদেশ)
৫মঃ ফাহিমা আহমেদ শিফা (বাংলাদেশ)
৫মঃঅগ্নিভ ভট্টাচার্য (ভারত)
.
বিশেষ পুরষ্কারঃ
কনিষ্ট বাদকঃ তামসিন হোসাইন সায়ান (বাংলাদেশ)
জেষ্ঠ বাদকঃ শুভ্রা চক্রবর্তী (ভারত)
.
প্রতিযোগিদের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালবাসা।
.
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
.
১। জনাব আশুতোষ শীল
২। সংগীত শিল্পী শাহনাজ বেলী
৩। সংগীত শিল্পী ফকির শাহাবুদ্ধিন
৪। সংগীত শিল্পী গরীব মোক্তার
৫। দোতারা শিল্পী জালাল উদ্দিন
৬। লোক গবেষক হিসান খান বাবু
.
দোতার বাদ্যযন্ত্রের প্রসারে গুরুত্বপুর্ন অবদান রাখায় জনাব আশুতোষ শীলকে সম্মাননা জানানো হয়। সেই সাথে বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রশিল্পী বাছাই পরীক্ষায় দোতারা বাজাই এর সদস্যরা উত্তীর্ন হওয়ার অনুপম বিশ্বাস স্যারকে সম্মাননা দেয়া হয়।
.
অতিথিদের দাওয়াত পৌছানো থেকে শুরু করে প্রোগ্রামের শেষ পর্যন্ত সব গুলো কাজে অনুপম স্যারের উপস্থিতি এবং সহযোগিতা আমাদেরকে কৃতজ্ঞতার বাধনে আবদ্ধ করেছেন। স্যারের দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।
.
দোতারা বাজাই টিম এবং এডমিন প্যানেলে যুক্ত প্রতিটি সদস্যরা আছে বলে দোতারা বাজাই টিকে আছে। তাদের কারনে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। হয়ত ভবিষ্যতেও হবে। দোতারা বাজাই টিমের সবার প্রতি আমার প্রানঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। দোতারার সাথে সংশ্লিষ্ট সবাই আগামী দিন গুলোতে আরো এগিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা।