দোতারায় ৪ টি তার বিদ্যমান। সবচেয়ে উপরের তারটি পঞ্চানন ‘প’, মাঝখানের দুটি তার ষড়জুড়ি ‘স’ এবং শেষের তারটি মধ্যমা ‘ম’ তে সুর বাধতে হয়। দোতারা টিউনিং করার ক্ষেত্রে হারমোনিয়াম কিংবা যেকোনো ক্রোম্যাটিক টিউনার ব্যবহার করা যেতে পারে।
দোতারার তারে সুর বাধার জন্য একটি সুর তালিকা ছবিতে দেওয়া হলোঃ