দোতারা শিখতে কতদিন লাগে?

এটা নির্ভর করছে সপ্তাহে/মাসে কত ঘন্টা সময় দিচ্ছেন তার উপর। দোতারা শিখতে কতদিন লাগে! আমাকে কেউ এই কথা জিজ্ঞেস করলে আমি উলটো তাকে প্রশ্ন করি আপনি প্রতিদিন কয়ঘণ্টা সময় দিতে পারবেন। একটানা কতদিন আগ্রহ ধরে রাখতে পারবেন?
.
একজন উপযুক্ত শিক্ষকের তত্তাবধানে সপ্তাহে ৩/৭ ঘন্টা করে টানা এক বছর সময় দিয়ে গেলে মোট সময় দাঁড়ায় ১৮০/৪০০ ঘন্টা। আর প্রতিদিন ২ ঘন্টা হিসেবে সপ্তাহে ১৪ ঘন্টা সময় দিলে ৬ মাসেই ৪০০ ঘণ্টা পুরন করা সম্ভব। ৪০০ ঘন্টা সময় দেয়ার পর এই প্রশ্নের উত্তর আপনি নিজেই খুজে বের করতে পারবেন।
.
দোতারা শেখার বিষয়টিকে সহয এবং হাতের নাগালে নিয়ে আসার জন্য আমরা ২০১৯ সালে আমরা দোতারা প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি কার্যক্রম শুরু করি। ২০২০ সালে করোনার মধ্যে আমরা অনলাইন কার্যক্রম শুরু করি। অনলাইনে কার্যক্রমের ফলে দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দোতারা প্রেমী উপকৃত হয়েছেন।
.
এখানে আমরা কাউকে মিথ্যে আশ্বাস দেই না, আমরা মানষিক ভাবে সাহস দেই, উতসাহ দেই, একজন অন্যজনকে সহযোগিতা করি। এখনো যারা মনে করছেন দোতারা শেখার ইচ্ছে ছিল। সময় হচ্ছে না, হাতের নাগালে গুরু খুজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য আমাদের দুয়ার সব সময় খোলা।
.
অনলাইনে দোতারা শেখার অভিজ্ঞতা নিয়ে আমাদের একটি সাক্ষাতকার। আপনি সময় নিয়ে ভিডিওটি দেখলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

.
সরাসরি কথা বলতে চাইলে – ০১৬১৮ ৩০৫৪৬৭

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন