দোতারায় যারা গান করেন কিংবা বাজিয়ে থাকেন তাদের মধ্যে অধিকাংশেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কারো কারো সংগীতের হাতে খড়ি হয়েছে চার পাশের পরিবেশ থেকে দেখে দেখে শুনে শুনে। অন্যদিকে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেনীর শখের জায়গা দখল করেছে লোকগান এবং লোকবাদ্য যন্ত্র দোতারা। এই শহরে একশ জন দোতারা বাদক খুজে পাওয়া গেলেও মানসম্মত দোতারা প্রশিক্ষক খুজে পাওয়া যায় না।
এই শুন্যতা পুরনের নিমিত্তে আমাদের বহুদিনের চেস্টা সাধনার মাধ্যমে একটি পরিবেশ তৈরী করতে সক্ষম হয়েছি। “দোতারা প্রশিক্ষণ কেন্দ্র” নামে আমাদের কার্যক্রম এগিয়ে চলছে বেশ কিছুদিন ধরে। মধ্যবিত্ত এবং কর্পোরেট চাকুরীর পরের সময়টুকু কাজে লাগিয়ে অনেকেই এগিয়ে যাচ্ছে।
“দোতারা প্রশিক্ষণ কেন্দ্র” পরিচালিত হচ্ছে একঝাক তরুন সংস্কৃতি সেবীর হাত ধরে। অনলাইনে দোতারাকে জনপ্রিয় করতে বিগত ৫ বছর ধরে কাজ করে যাচ্ছে “দোতারা বাজাই” ফেসবুক গ্রুপ। প্রশিক্ষণ কেন্দ্রটি দোতারা বাজাই গ্রুপের অলাভজনক উদ্যোগ। এই লিংক থেকে দোতারা বাজাই গ্রুপে যোগ দিতে পারেন – https://fb.com/groups/dotaraa/
দোতারা প্রশিক্ষণ কেন্দ্র মূলত দোতারা শেখার উদ্দ্যেশ্যে নিবেদিত যন্ত্রসংগীত শিক্ষালয়।প্রশিক্ষক হিসেবে আছেন প্রয়াত শিল্পী বারি সিদ্দিকীর সহকর্মী এবং বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ যন্ত্রসংগীত শিল্পী অনুপম বিশ্বাস।
ভর্তি এবং ক্লাস সংক্রান্ত যে কোন আলাপ করা যাবে +৮৮০১৬১৮৩০৫৪৬৭ নাম্বারে। আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এই লিংকে – https://www.facebook.com/dtc.hq