সবাই যেন ঘরে বসেই দোতারা চর্চা করতে পারেন তাই দোতারা প্রশিক্ষণ কেন্দ্রে অনলাইনে দোতারা প্রশিক্ষণের সুব্যবস্থা করা হয়েছে।
উক্ত অনলাইন ক্লাসে একটি নির্দিষ্ট সিলেবাসের মাধ্যমে দোতারার বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়।ক্লাসের শুরুতে দোতারা ধরা, তার বাধা, সুর বাধা, টিউনিং, দোতারার যত্ন, বাজানোর নিয়ম, দোতারার সারগাম নিয়ে অলোচনা করা হয়। এতে করে সবাই দোতারার প্রাথমিক বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারে।
দোতারার প্রাথমিক ধারণা শেষে কাহারবা, দাদরা, দ্রুত দাদরা, ঝাপতাল, তেওড়া ইত্যাদি তাল ও তালের ওপর সহজ গৎ চর্চা করা হয়। এরপর দোতারায় বিভিন্ন সুর, ঠাট ও রাগ চর্চা করা হয়।
শীঘ্রই আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে
ভর্তির জন্য আবেদন করুনঃ https://forms.gle/irUNfKRcuasz2XxT7
ভর্তি এবং ক্লাস সংক্রান্ত যে কোন আলাপ করা যাবে +৮৮০১৬১৮৩০৫৪৬৭ নাম্বারে।
ছবিতেঃ সাজিদা সোহা (শিক্ষার্থী, দোতারা প্রশিক্ষণ কেন্দ্র)