দোতারা বাজাই ফেসবুক গ্রুপের উদ্যোগে ঢাকার চাংখারপুলে গত ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে দোতারা কর্মশালার আয়োজন করা হয়। দোতারা বাজাই ফেসবুক গ্রুপের সদস্যদেরকে দোতারার বিষয়ে প্রাথমিক ধারনা দেয়া উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী দোতারা বাদক কানাইলাল শীলের সন্তান জনাব আশোতোষ শীল। এছাড়া কমর্শালায় আরো উপস্থিত ছিলেন দোতারা বাজাই এর পরামর্শক কানাডা প্রবাসী জুনায়েদ আনোয়ার চয়ন।
কর্মশালার শুরুতে দোতারার ইতিহাস এবং উপমহাদেশে এর বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়। দোতারার পরিচয়, তাল পরিচয় এবং সুর বাধার বিষয়ে প্রাথমিক ধারনা দেয়া হয়। দুপুরে খাবারের বিরতির পর শুরু হয় প্রশ্নোত্তোর পর্ব। এই পর্বে উপস্থিত শিক্ষার্থীরা নানা ধরনের প্রশ্ন উপস্থাপন করেন।
অনুষ্ঠান আয়োজনের সাথে যুক্ত ছিলেন সাদ্দাম হোসেন, মেহেদী হাসান সিফাত, মিনহাজ মিনু সহ অন্যান্য ভলেন্টিয়ারবৃন্দ। প্রশ্নোত্তর পর্বের শেষে বিদায়ী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।