দোতারা কর্মশালা ও লোকসংগীত উৎসব ২০১৯ ডাকসু ক্যাফেটেরিয়া, ঢাকা

শতাধিক দোতারা প্রেমির উপস্হিতিতে ৮ মার্চ ২০১৯ সাড়া দিন ব্যাপি দোতারা কর্মশালা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায়। ঢাকাতে অনুষ্ঠিত সবগুলো কর্মশালার মধ্যে এটি সবদিক থেকে সফল কর্মশালা হিসেবে বিবেচিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বেতারের জনপ্রিয় যন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার।

এই কর্মশালায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শিক্ষার্থীরা যোগ্ দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা জনাব মাসুদ আলম, কোলকাতা থেকে আগত লোকসাহিত্য গবেষক জনাব ইন্তাজ আলি, অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক এবং সাংস্কৃতি কর্মী ডাঃ আসাদ শামস। আরো উপস্থিত ছিলেন দোতারা কারিগর শ্রীদাম বিশ্বাস। এছাড়াও দোতারা বাজাই গ্রুপের শুভাকাংখী বাউল গরীব মোক্তার এবং নবী হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয় যন্ত্র শিল্পী এবং প্রশিক্ষক জনাম লিটন আনসারীকে।

মধ্যাহ্ন বিরতিতে উপস্থিত দোতারা প্রেমীরা দোতারা হাতে জড় হয় অপারাজেয় বাংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আগত দর্শনার্থীরা দারুন ভাবে উপভোগ করে। শিক্ষার্থী এবং দর্শনার্থীরা দোতারা বাজাই এর সদস্যদের সাথে পরিচিত হন এবং গ্রুপ ছবি তোলেন।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন