দোতারা প্রশিক্ষণ কর্মশালা ও লোকসংগীত উৎসব ২০১৯, কোলকাতা

১লা মে ২০১৯, কোলকাতায় ‘দোতারা ও ডুবকি প্রশিক্ষণ কর্মশালা ও লোকসংগীত উৎসব ২০১৯’-এ অংশগ্রহণ করেছিলেন দুই বাংলার অসংখ্য মানুষ ও বিশিষ্ট শিল্পীবর্গ। উদ্বোধনী সংগীতে সমবেত কন্ঠে গাওয়া হয় ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত । প্রধাণ কন্ঠে ছিলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী শ্রী দীপেন ভট্টাচার্য্য ।

“#দোতারা_বাজাই”-আন্তর্জাতিক দলের কোলকাতায় আয়োজিত তৃতীয়’দোতারা ও ডুবকি প্রশিক্ষণ কর্মশালা ২০১৯’-এ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুই বিশিষ্ট সংগীত শিল্পী শ্রী নিখিল কৃষ্ণ মজুমদার এবং শ্রী অনুপম বিশ্বাস এবং কোলকাতার বিশিষ্ট শিল্পী শ্রী দেবব্রত দে। কর্মশালার পর বিশিষ্ট প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীদের হাতে সংশাপত্র তুলে দেন।

এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ লোকসংগীত উৎসব, যার প্রধান আকর্ষণ ছিল দুই বাংলার বিশিষ্ট শিল্পীদের বিভিন্ন প্রকার লোকবাদ‍্যযন্ত্র গুলির নানান অভূতপূর্ব চমকপ্রদ সংগীত পরিবেশনা ।

(১)দুই বাংলার গুণী দোতারা বাদকরা একত্রে একই মঞ্চে সংগীত পরিবেশন করেন, ছিলেন বাংলাদেশের শ্রী অনুপম বিশ্বাস, শ্রী সুমন কুমার শীল, মোঃ সুমন হোসেন এবং কোলকাতার শ্রী সুভাষ বর্মন, শ্রী জয়ন্ত সাহা, শ্রী রোহিত রায় ,শ্রী সৌমেন্দু দাস

(২)দুই বাংলার বিশিষ্ট দুই বংশীবাদক শ্রী নিখিল কৃষ্ণ মজুমদার (বাংলাদেশ) ও শ্রী অশোক কুমার কর্মকার (কোলকাতা) এক সাথে বাঁশিতে অনবদ‍্য সমবেত যুগলবন্দী পরিবেশন করেন।

(৩) বাংলার ইতিহাসে সম্ভবত প্রথমবার চারটে ডুবকির একত্রে অসাধারণ তালবাদ‍্য পরিবেশন করেন শ্রী দেবব্রত দে, শ্রী সব‍্যসাচী মুখার্জী, শ্রী অনির্বাণ ব‍্যানার্জী ও শ্রী সম্রাট নিয়োগী।

(৪)বিরল লোকবাদ‍্যযন্ত্র সারিন্দা তে লোকসুর পরিবেশন করেন শ্রী গোবিন্দ দে সাথে ঢোল সঙ্গতে শ্রী সুমন সিং ।

(৫) কোলকাতার বিশিষ্ট লোকসংগীত শিল্পী শ্রী তীর্থ‍ ভট্টাচার্য্য বিগত দুই বছরের মত এবারো দোতারা সহযোগে লোকসংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে দেন।

(৬) বাংলাদেশের বিশিষ্ট লোকসংগীত শিল্পী বাউল গরীব মুক্তার দুটি অসাধারণ লোকগান গেয়ে সকলের মন জয় করেন।তারপর একটি অনবদ‍্য লোকগান করেন বাংলাদেশের শিল্পী শহিদুল ইসলাম।

(৭) কোলকাতার বিশিষ্ট লোকসংগীত শিল্পী শ্রী শুভব্রত সেন -এর পরিচালনায়,”মাটির গান” লোকগানের দলের সদস‍্যরা বিভিন্ন প্রকার লোকবাদ‍্যযন্ত্র ও চারটি অনবদ‍্য লোকগান পরিবেশন করেন।

(৮)বাঁশিতে সমবেত ভাবে অনবদ‍্য লোকসুর পরিবেশন করেন , বিভিন্ন বয়েসের পুরুষ ও নারী সদস‍্যদের সমন্বিত দল “মেলোডিকা”।

সার্বিক অনুষ্ঠানে বিভিন্ন প্রকার পার্কাসান বাদ‍্যযন্ত্র বাজিয়ে সঙ্গত করেন কোলকাতার অত‍্যন্ত গুণী সংগীত শিল্পী শ্রী সব‍্যসাচী মুখার্জী ও শ্রী দেবব্রত দে এবং দোতারা সঙ্গত করেন আরো দুই অত্যন্ত গুণী শিল্পী শ্রী সুভাষ বর্মন ও শ্রী জয়ন্ত সাহা।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রী কৌশিক রায় (পাউ)।

অনুষ্ঠান চলাকালীন দুই বাংলার বিশিষ্ট শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় কোলকাতার বর্ষিয়ান পার্কাসন যন্ত্রসংগীত শিল্পী শ্রী অভিজিৎ বন্দ‍্যোপাধ‍্যায় ও বিশিষ্ট লেখক শ্রী হেমেন্দু বিকাশ চৌধুরী মহাশয়কে।

পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি হয় , প্রয়াত বরেণ‍্য শিল্পী শ্রী অমর পালকে শ্রদ্ধা জানিয়ে কোলকাতার বিশিষ্ট লোকসংগীত শিল্পী শ্রী দীপেন ভট্টাচার্য্য-এর গাওয়া ওনার মর্মস্পর্শী গানের মাধ‍্যমে।অনুষ্ঠান আয়োজনে শ্রী #কৌশিক_রায়(#পাউ) ,শ্রী #সৌমেন্দু_দাস এবং শ্রী #গোপাল_দাস ।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন