দোতারা প্রশিক্ষণ কর্মশালা ২০১৬, বেলঘড়িয়া, কোলকাতা

দোতারা বাজাই এর উদ্যোগে ২৭/১১/২০১৬ তারিখে কোলকাতার বেলঘড়িয়াতে প্রথম বারের অনুষ্ঠিত হয়ে গেল একদিনের দোতারা শেখার কর্মশালা।

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন শ্রী তীর্থ ভট্টাচার্য ও শ্রী শুভব্রত সেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা নির্বিশেষে বিভিন্ন বয়সের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক ও অতিথি সম্বর্ধনা স্মারক ও উপহার প্রদানের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। পরিচয় পর্ব, দোতারা সংক্রান্ত অভিজ্ঞতা ও অভিমত বিনিময়ের সাথে সাথে শুরু হয় দোতারা প্রশিক্ষণ পর্ব। দোতারায় তাল লয় এবং টিউনিং সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া দোতারার বেশ কিছু ব্যবহারিক পদ্ধতি উপস্থাপন করেন। দোতারাকে বিভিন্ন ধরনের গানে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েও বিশেষ আলোচনা হয়।

আয়োজকদের মধ্যে ছিলেন কৌশিক রায় (পাউ), সৌম্যেন্দু দাস ও শ্রী গোপাল দাস। অনুষ্ঠানের শেষ দিকে প্রশিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেন।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন