মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে লালন শাহের এই গানটি গেয়ে জনপ্রিয় হয়েছেন শিল্পী ফরিদা পারভীন। তবে মনের মানুষ সিনেমায় এই গান যুক্ত করার পর এটি দেশে বিদেশে ব্যাপক সারা ফেলে দেয়। এছাড়া ভারতীয় সংগীত প্লাটফরম কোক স্টুডিওতে মনের মানুষ শিরোনামে গাওয়া হয়। ভিন্ন ভিন্ন ভাষার মানুষের কাছে এই গানের গ্রহযোগ্যতা বারতে থাকে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২১ উপলক্ষ্যে গত ২৮ নভেম্বর ক্রেয়ন ম্যাগ এর উদ্যোগে রবীন্দ্র সরোবরে একটি উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । ‘ভেঙ্গে দাও নীরবতার পাপচক্র’ শীর্ষক এই আয়োজনে ছিল আবৃত্তি, সঙ্গীত আয়োজন, পারফরমেন্স আর্ট এবং লাইভ পেইন্টিং ৷ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দোতারা বাজাই।
স্থানঃ রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা।
অংশগ্রহনেঃ
সুমন হোসেন, এডমিন, দোতারা বাজাই।
মারুফ মৃন্ময়, সদস্য, দোতারা বাজাই।
মেহেদী হাসান সিফাত, এডমিন, দোতারা বাজাই।
হাসানুর রহমান, সদস্য, দোতারা বাজাই।
তালযন্ত্রেঃ
লিয়োনাদ ধ্রুব, সদস্য, দোতারা বাজাই।
গুগল কিংবা ইউটিউবে অনেকেই মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে লিরিক্স ( milon hobe koto dine lyrics ) খুঁজে থাকেন। তাই এই গানের লিরিক্স যুক্ত করে দেয়া হল।
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী।
হব বলে চরণদাসী
তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
ঐ রূপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।।