নিয়মিত ভাবে দোতারা প্রশিক্ষণের ওপরে দোতার বাজাই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। দোতারা কর্মশালার মাধ্যমে অনেকেই দোতারা শিখতে অনুপ্রাণিত হচ্ছে। এই কর্মশালা গুলোতে প্রশিক্ষক হিসেবে সময় দিয়েছেন দেশের প্রতিথযশা যন্ত্রশিল্পী এবং প্রশিক্ষকবৃন্দ।
১। আশুতোষ শীল
২। সুভাষ বর্মন
৩। অনুপম বিশ্বাস
৪। নিখিলকৃষ্ণ মজুমদার
৫। মোহাম্মদ সোলাইমান
৬। শুভব্রত সেন
৭। দেবব্রত সেন