ঘটনাচিত্র (নিউইয়র্ক) এর আমন্ত্রনে ভার্চুয়াল দোতারা আড্ডা

ghotonachitra-live-dotara-adda

গানের জন্য অনিবার্য হলো বাদ্যযন্ত্র। সঙ্গীতের প্রধান বিষয় কথা এবং সুর হলেও বাদ্যযন্ত্রহীন কোনো গানই গান হয়ে ওঠেনা। বাংলা লোক গানের সঙ্গে ব্যবহৃত সবচাইতে প্রাচীন বাদ্যযন্ত্রগুলোর মধ্যে অন্যতম প্রধান যন্ত্র হলো দোতারা। সেই দোতারাকে উপজীব্য করেই দোতারা বাজাই এর পথ চলা। দোতারা নিয়ে দোতারা বাজাই এর সকল কর্মযজ্ঞ।

ঘটনাচিত্র-এর নিবেদন “আনন্দ লহরী” পরিবেশনায় – দোতারা বাজাই। রবিবার ৭ নভেম্বর (ঢাকা সময়) সকাল ১১টা (নিউইয়র্ক সময়)।

উপস্থাপনায়ঃ মিজানুর রহমান বিপ্লব

অংশগ্রহনেঃ
জুনায়েদ আনোয়ার চয়ন, ফার্মাসিস্ট, ওয়ালমার্ট কানাডা।
সাকার মুস্তাফা, বিভাগীয় প্রধান, ফোকলোর বিভাগ, জাককানইবি, ত্রিশাল, ময়মনসিংহ।
মাসফিক সোয়াদ, সদস্য – কার্যনির্বাহী পরিষদ, দোতারা বাজাই, ঢাকা।

00:00 – ভূমিকা / উপস্থাপনা, অতিথি পরিচিতি
04:38 – লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার
12:44 – দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি
24:00 – ও আমার দরদী, আগে জানলে
35:50 – আগে কি সুন্দর দিন কাটাইতাম
54:57 – তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
01:17:00 – মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে
01:30:00 – সব সখিরে পার করিতে নেব আনা আনা

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন