দোতারা বাজাই পশ্চিমবঙ্গের উদ্যোগে গত ১২ মার্চ ২০২৩ রোজ রবিবার আড়িয়াদহ কোলকাতায় অনুষ্ঠিত হয় একটি জমকালো দোতারা আড্ডা। পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আগত যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী এবং শুভাকাঙ্খীদের উপস্থটিতে জমে উঠে এবারের দোতারা আড্ডা। সকাল থেকেই নাওদাপাড়া গীর্জাতলা রোড সংলগ্ন আরবান স্কুল প্রাঙ্গণে দোতারা বাজাই’র স্বেচ্ছাসেবকরা উপস্থিত হতে থাকে। এছাড়া এবারের আড্ডার অন্যতম আকর্ষন ছিল দোতারা বাজাই কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ থেকে আগত দোতারা বন্ধু ফয়সাল রুপম।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দোতারা বাজাই’র কার্যনির্বাহী পরিষদের সদস্য কৌশিক রায় পাউ। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে দিনের কার্যসুচি শুরু হয়। দিনের শুরুতে দোতারায় যন্ত্রসংগীত পরিবেশন করেন আগত সদস্যবৃন্দ। যন্ত্রসংগীত পরিবেশনের পরেই শুরু হয় লোকসংগীত পরিবেশন পর্ব। এই পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সৌরভ ভট্টাচার্য, টেলিভিশনের জনপ্রিয় মুখ কণ্ঠশিল্পী শুভজিত মৈত্র, আসানসোল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষক টুবাই চন্দ্র রায়, দোতারা বাজাই এর সদস্য ও পদার্থবিদ্যার শিক্ষক বিভাস রায়। এছাড়া দোতারায় সংগত করেন দোতারা বাজাই’র অন্যতম সদস্য রকি বসাক।
অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে আরও যোগদেন এস,কে,পি সিকিউরিটিজ লিমিটেড কোলকাতার অন্যতম কার্যনির্বাহী অঞ্জন মজুমদার। মধ্যাহ্ন ভোজনের পর আমাদের সাথে যোগ দেন দোতারা আড্ডার মুল আকর্ষন বাংলাদেশ এবং পশ্চিমবংগের তুমুল জনপ্রিয় লোকসংগীত শিল্পী ইমরান হোসেন। এছাড়াও যোগদেন পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের পরিচিত মুখ কণ্ঠশিল্পী রুদ্রনীল গুহ। ইমরান হোসেন তার ব্যক্তি জীবনে গান শেখা এবং দোতারা শেখার অভিজ্ঞতা বিনিময় করেন। তাছাড়া সংগীত জীবনের উত্থান পতন এবং সংগ্রামী জীবনের গল্প উপস্থাপন করেন। নিজ প্রচেষ্টায় গড়া সংগঠন মেইড ইন বাংলাদেশের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পশ্চিমবংগের শ্রোতা দর্শকদের মধ্যে দোতারাকে জনপ্রিয় করার জন্যে বিশেষ ভূমিকা রাখায় পশ্চিমবংগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সৌমেন্দু দাস এবং কৌশিক রায়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মেইড ইন বাংলাদেশের চেয়ারম্যান ইমরান হোসেন। অনুষ্ঠানের শেষপর্বে শুরু হয় সমবেত সংগীত পরিবেশনা। এই পর্বে দারুণ সব লোকগান পরিবেশন করেন অঞ্জন মজুমদার এবং ইমরান হোসেন। ইমরান হোসেন তার গানে উপস্থিত শ্রোতা দর্শকদের মন জয় করে নেন। ইমরানের দরদী কণ্ঠ আর দারাজ গলায় প্রতিটি গান শ্রোতাদের হৃদয় ম্পর্শ করে।
লোকসংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার জন্য অবদান রাখায় ইমরান হোসেনের হাতে শুভেচ্ছা স্মারক ( ক্রেস্ট ) তুলে দেন দোতারা বাজাই’র কার্যনির্বাহী পরিষদের সদস্য ফয়সাল রুপম। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য সৌমেন্দু দাস। আগামী দিন গুলোকে সবাইকে দোতারা বাজাই এর পাশে থাকার অনুরোধ রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।