গঙ্গাফড়িং শিল্পীগোষ্ঠীর বসন্তবরণ উৎসবে দোতারা বাজাই এর সংগীত পরিবেশনা

গঙ্গাফড়িং শিল্পীগোষ্ঠীর উদ্যোগে গত ১৪ ই ফেব্রুয়ারি রোজ সোমবার বিকাল ৪ টায় টাঙ্গাইলের ভূঞাপুরের হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে কবি রফিক আজাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি, নৃত্য ও লোকসঙ্গীত পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব সোহেল সৌকর্য, জয়বাংলা পাঠাগারের গ্রন্থাগারিক জনাব মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাফড়িং শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার খাঁন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাফড়িং শিল্পীগোষ্ঠীর পরিচালক জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল দোতারা বাজাই গ্রুপের সদস্যদের পরিবেশনায় লোকসংগীত এবং দোতারার যন্ত্রসংগীত। দোতারা বাজাই গ্রুপের সদস্য Mehedi Hasan Sifat, Tarek Ali, Shazzadur Rahman Limon ও Alamgir Hossain এর একক ও দলীয় দোতারা পরিবেশনা সকলকে মুগ্ধ করে। Sazzad Hossin Piash , Shahajalal Meyazi, Sadhana Sarkar, রাবেয়া আক্তার সহ ভূঞাপুরের স্থানীয় শিল্পীরা অসাধারণ লোকসংগীত পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনকৃত লোক সংগীত উপস্থিত শ্রোতা দর্শকদের বিমোহিত করে। দোতারা বাজাই এর সদস্য Md Foyaze Ahamed পুরো অনুষ্ঠানটিতে দুর্দান্ত তালযন্ত্র (কাহন) বাদন করেন এবং লালনগীতি পরিবেশন করেন।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ কবি রফিক আজাদের জন্মদিন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। কবি রফিক আজাদের একটি বিখ্যাত কবিতা আবৃতি করেন ইবরাহীম খাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল সৌকর্য। ভূঞাপুর সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানে চমৎকার নৃত্য পরিবেশনার জন্য ভূঞাপুর সাংস্কৃতিক সংসদ (ভূসাস) কে অভিনন্দন এবং শুভেচ্ছা। গঙ্গাফড়িং শিল্পী গোষ্ঠীর এই অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য জয়বাংলা পাঠাগার এবং অর্জুনা অন্বেষা পাঠাগার এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একটি সুন্দর অনুষ্ঠানে দোতারা বাজাই পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য গঙ্গাফড়িং শিল্পীগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন