রংপুরের ভাওয়াইয়া উৎসবে দোতারা বাজাই এর পরিবেশনা

ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে গত ২০ ও ২১ মে ২০২২ তারিখে রংপুর টাউনহল মিলনায়তনে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার সভাপতি জনাব হারুন অর রশিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া অংগনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে রংপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করে উৎসবটি মাতিয়ে রাখেন। এছাড়া দোতারা বাজাই এর সদস্যদের প্রত্যক্ষ্য অংশগ্রহন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক জনাব মো. আসিব আহসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও নাট্যব্যক্তিত্ব জনাব বিপ্লব প্রসাদ, বীর মুক্তিযোদ্ধা জনাব আকবর হোসেন সহ আরও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল দোতারা বাজাই গ্রুপের সদস্যদের পরিবেশনায় ভাওয়াইয়া সংগীত এবং দোতারায় যন্ত্রসংগীত। দোতারা বাজাই গ্রুপের সদস্য ও শুভাকাঙ্খীদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদাস চন্দ্র রায়,পুতুল রায়,অবিনাশ চন্দ্র রায়,ফারজুল ইসলাম,রাখাল চন্দ্র বর্মন, সুদেব চন্দ্র বর্মন, নজরুল ইসলাম,আঃরাজ্জাক মিয়া,ও ছাত্তার মিয়া। হরিদাস চন্দ্র ও পুতুল রায়ের পরিবেশনা উপস্থিত শ্রোতা দর্শকদের বিমোহিত করে।

ভাওয়াইয়া উৎসবের বিশেষ চমক ছিল উপমহাদেশের বিখ্যাত দোতারা বাদক এবং দোতারা গুরু জনাব নমর উদ্দিন মিয়ার ছোট ভাই জনাব মোঃনুরুজ্জান মিয়ার উপস্থিতি। দোতারা বাজাই এর উপস্থাপনাকে প্রাণবন্ত করতে বিশেষ ভুমিকা পালন করেন রংপুর বেতারের নিয়মিত যন্ত্রশিল্পী এবং ওস্তাদ নমরউদ্দিনের শিষ্য জনাব মোহাম্মদ সোলাইমান। তিনি দোতারার উপস্থাপনাকে আরো সুন্দর এবং সাবলিল করার বিষয়ে পরামর্শ দিয়ে সবাইকে উতসাহিত করেন।

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সর্বাত্নক ভুমিকা পালন করেন ভাওয়াইয়া অংগন রংপুরের সচিব জনাব রনজিত কুমার রায়। উল্লেখ্য দোতারা বাজাই এর অন্যতম সদস্য হরিদাস রায় ভাওয়াইয়া অঙ্গনের যুগ্ন অর্থসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া ভাওয়াইয়া অঙ্গনের দোতারা প্রশিক্ষন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন।

ভাওয়াইয়া উৎসবে দোতারা বাজাই পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখাকে অসংখ্য ধন্যবাদ। ভাওয়াইয়া গান নিয়ে এমন কর্মযজ্ঞ সম্পাদনের জন্য সংগীত ব্যক্তিত্ব জনাব এ কে এম মোস্তাফিজুর রহমানকে দোতারা বাজাই এর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।

About তারেক আলী

Student

View all posts by তারেক আলী →

মন্তব্য করুন